আপনার কি ফেইসবুকে বাংলা লেখা ছোট ছোট দেখায় ?
লেখা পড়তে/বুঝতে কষ্ট হয় ?
অনেক দিন ধরেই মহা বিরক্তের মধ্যে ছিলাম। বোকা লোকতো তাই বুঝতেছিলাম না কি করবো। বাংলা লেখা দেখলেই Ctrl চেপে ধরে মাউসের স্ক্রুল ঘুরিয়ে পেইজ বড় করে দেখতাম। গত কালকে ঢুকলাম ক্রোমের অপসনে দেখি কিছু মিলে কি না। ফন্ট একটা একটা করে পাল্টিয়ে দেখি কি হয়। না হলে আবার আগের ফন্ট সিলেক্ট করে দিবো। আগেই বলে নেই আমার পিসিতে সোলাইমানলিপি ফন্টা আছে। উপরে ডান পাসের কোনায় ক্রোম ক্লোজ করার ঠিক নিজে যেখানে মাউস নিলেই লেখা উঠে। Customize and Control Google Chrome ঐ খানে ক্লিক মেরে চলে গেলাম Option এ। এখন ৩টা ট্যাব আছে Under the Hood ট্যাব ক্লিক করলাম। এই ট্যাবের নিচের দিকে একটা অপসন আছে। ছবি দেই তাহলে বুঝবেন কি করছি।
Web Content
Change the default font and language for webpages.
Change font and language settings

দেখলেনতো বলদের লেখা কি সুন্দর দেখা যায়।
