মহাবিদ্রোহের পথ ধরে
বাংলার আকাশে আজ মেঘের ঘনঘটা।
তীব্র বারুদ স্ফুলিঙ্গ ঠিকরে পড়ছে
প্রতিটি বাঙালির চোখে মুখে - সাথে আত্নবিশ্বাস।
রক্তাক্ত পিচঢালা পথ
বাতাসে টাটকা বারুদের গন্ধ
রক্তে মুজিবের দুর্দমনীয় ভাষণ খেলা করে সর্বদা।
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।"
জয়বাংলা!
জয় বাংলা!!
নতুন পতাকা, আমার পতাকা
মিটিং, মিছিল, অসহযোগ......
চারদিকে ফিসফাস,
সন্দেহ,অবিশ্বাস।
ভাঙনের শব্দ
স্পষ্ট থেকে স্পষ্টতর।
নবযৌবন হতে উৎসারিত সদ্যোজাত শিশুর আগমনী ধ্বনি সর্বত্র।
অপর দিকে
পাকি নরপশুদের তীব্র নিষ্ঠুর পাশবিক হুঙ্কার,
বর্বরোচিত অত্যাচার, হামলা,অমানবিক নিলজ্জ আচরণ,
গুলি বেয়নেট....
অসহায় বাঙালির তীব্র আর্তচিৎকার
আমার বোনের তীব্র কষ্টের চিৎকারে ভারী বাতাস,
অশ্রাব্য ভাষায় কটুক্তি।
সাথে বেইমান
বর্বর রাজাকার, আলবদর, আল শামস নামের
দেশীয়
হায়েনারা বেহায়া হাসিতে আকাশ বাতাস বিদীর্ণ।
লুটপাট,নিলর্জ্জ বেহায়াপনা,মিথ্যাচার
তবু ও
বাঙালি দামাল ছেলেরা রক্ত শপথে আজ দৃপ্ত।
মৃত্যুকে তারা করেছে জয়।
আমার বোনেরাও আজ তৈরি অগ্নি শপথে।
মায়ের চোখে নেই কোন জল
আছে শুধু ঘৃণা..... চাই প্রতিশোধ,প্রতিশোধ,প্রতিশোধ।
চলবে লড়াই
লড়াই লড়াই
মাতৃভূমি কে মুক্ত করার অভিপ্রায়ে।
চব্বিশ বছরের শৃঙ্খল
ভাঙার অঙ্গীকার আজ সর্বত্র
মাতৃভাষার রক্ষার সুচনা থেকে যার উৎপত্তি
শকুনীর ব্যবচ্ছেদে আজ আর ভয় নাই
দিতে পারে লক্ষ প্রাণ দেশ মাতৃকার চরনে।
নিঃশেষে প্রাণ করিলে দান ভয় আর কি !
জয় বাংলা!
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:২১