
এছাড়াও বেশ কিছু ড্রাইভার যেমন: ইন্সটল করা স্ক্যানার, প্রিন্টার, মডেম, অডিও, গ্রাফিক্স ইত্যাদি বারবার ইন্সটল দেয়া বেশ বিরক্তি কর। তবে আশার কথা হলো 1.95 MB মেগাবাইট ছোট্ট একটি এপ্লিকেশন ব্যবহার করে।

আপনার PC / Laptop এর ড্রাইভার গুলো ব্যাকআপ করে রাখতে পারেন এবং কম্পিউটার রি-ইন্সটলের পর তা আবার রিস্টোর করতে পারবেন।
“ডাবল ড্রাইভার” একটি ফ্রিওয়্যার সফটওয়্যার এবং পের্টেবল ।যে কারণে আপনাকে ইন্সটল এর ঝামেলা পহাতে হবেনা। এটি উইন্ডোজ এক্সপি, ভিসতা, সেভেনে চালানো যাবে।
Download Double Driver এখান থেকে সফটওয়্যার’টি ডাউনলোড করতে পারেন।

ডাউনলোড করার পর বাটনে ক্লিক করে এ ক্লিক করুন। তার পর আপনার কম্পিউটারে ইন্সটল করা ড্রাইভার গুলো দেখতে পাবেন এবং ব্যাকআপ রাখতে পারবেন। পরবর্তীতে ব্যাকআপে রাখা ড্রাইভারগুলো রিস্টোর করতে সফটওয়্যারের বাটনে ক্লিক করে ব্যাকআপে রাখা ফোল্ডার’টি দেখিয়ে দিন এবং রিস্টোর করে নিন।
এরসাথে ১০০% নিশ্চিন্তে থাকুন ড্রাইভার খোজা এবং ইন্সটল দেয়ার ঝামেলা থেকে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৫