অধরা গ্রাম
আর কে মুন্না
ক্রমেই বিলিন হচ্ছে সবুজ হচ্ছে মেঠু পথ,
পাকা সড়ক হচ্ছে গাঁয়ে,আধুনিকতার মত।
গ্রাম যখন হচ্ছে শহর গ্রামের নেইত মায়া,
গ্রীষ্মের দুপুরে ক্লান্ত পথিক খুঁজে বৃক্ষের ছায়া।
গ্রামে নেই'ক নৌকা,অনুপস্থিত জলপথ,
ক্রমেই সবাই ভালবাসে আধুনিকতার মত।
গ্রামের প্রতি ভালবাসা!খাঁটি গ্রাম কোথায়?
এমন প্রশ্ন করিলে কভু মজিবে তামাশায়।
গ্রামে নেইত মিষ্টি হাওয়া,নেই'ক আরাম-আয়েশ,
গ্রামেই হচ্ছে বহুতল ভবন,হুমকিতে পরিবেশ।
দিনে দিনে সবুজ গাঁয়ে হচ্ছে নগরায়ন,
গ্রাম প্রেমিরা ভাল নেই, বিকল তাদের মন।
গাঁয়েই বেড়ে যাচ্ছে সবার জীবনযাত্রার মান,
সব গ্রামেই অবিরাম চলে মটরগাড়ি যান।
রাখাল নেই বাঁজেনা আর সেই বাঁশির সুর,
হঠাৎ করে সরল পথে সভ্যতার বাঁকা মোর।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৬