কবিতা
আকাশে তারার মেলা জানালা খুলা
সন্ধ্যা থেকে লাগানো কপাট
খোকা ঘুমিয়ে পরীর দেশে
একটু আগে পড়েছে চারুপাঠ
চোখে ঘুম তবু জেগে
আসছে মানিকের বাপ
পেটে ক্ষিদে তবু অপেক্ষা
সহজে সহ্য করি চাপ
ক্লান্ত সে ঘুমিয়ে যাবে
খেয়ে দুমুঠো ভাত
জীবনে পেয়েছি মাত্র
আঙ্গুলে গুণা রোমাঞ্চিত রাত
বিয়ের আগে আদর্শ পুরুষ
রাত জেগে হতো আলাপন
তার কাছে এখন ঘুম প্রিয়
আমায় করছে জ্বালাতন
আমি ছিলাম বনের... বাকিটুকু পড়ুন