পৃথিবী শুরু হতে আজ অবধি মানুষ
অন্যায়ের বিরুেদ্ধ প্রতিবাদ করে
আসছে। কিন্তুু দিন দিন আমরা প্রতিবাদ
থেকে দূরে সরে যাচ্ছি এবং
প্রতিবাদের ভাষা ভুলে যাচ্ছি।এই যুগে
ছোট ভাইয়ের মোবাইলে অশ্লীন
ভিডিও ভুল ক্রমে যদি আপনি দেখেতে
পান, তবে প্রতিবাদের
ভাষা কি রকম হবে? আর ছোট বোন যদি
নিজের উপস্থিত থাকার পর
ও টিভিতে এমন একটি গান শুনে এবং
সে গানে ভিডিও অশ্লীন থাকে? তবে
সেখানে প্রতিবাদের ভাষা কি রকম
হতে পারে? আসলে সত্যি কি? আমরা
প্রতিবাদ থেকে দিন দিন সরে যাচ্ছি?
তাছাড়া বর্তমানে অনেক অন্যায়ের প্রতিবাদ
করা হয়ে থাকে,কিন্তু অন্যায়ের দৃষ্টান্ত মূলক
শাস্তি দেওয়া হয়না।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৯