বেঁচে থাক
আর কে মুন্না
বাঁচতে চাইছি আরোও করিতে জীবন স্বাদ,
বাঁচার জন্য মরিয়া আমি হয়েছি উম্মাদ।
মত্যুুর স্বাদ কেমন?নেই'ত কারো জানা,
জানতে চাইলে মরতে হবে মরতে নেইত মানা।
যারা শহীদ খুব সহজে করেছে মৃত্যু বরন,
যুগে যুগে বেঁচে তারা করি মোরা স্বরন।
চায় সবাই পুনরায় নিতে আবার শ্বাস,
বাঁচতে চাইছি আমিও হাজার-বছর মাস।
পরপারে দিলে পারি থাকব স্মৃতির পাতায়,
কয়জন আর রাখবে মনে?স্বরন শক্তির মাথায়।
প্রশংসায় গুরুজনের আনন্দ মুখর বাক,
দীর্ঘজীবি হও তুমি হাজার বছর বেঁচে থাক।
আসলে মৃত্যু ভাবনা গুরুত্বপূর্ণ সৎ পথের চাবি,
মৃত্যুর পরেও থাকব বেঁচে আসুন সবাই মোরা ভাবি।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ রাত ২:০৪