Robert Angier(Hugh Jackman) এবং Alfred Borden(Christian Bale) উভয়েই যাদুবিদ্যার প্রতি প্রচণ্ড রকম আগ্রহী।একবার এক ম্যাজিক শোতে দুজনেই ভলানটিয়ার হিসেবে কাজ করতে যায়।কিন্তু Borden এর ভুলের কারনে মারা যায় Angier এর বউ Julia।তারপর থেকেই দুই বন্ধু হয়ে যায় পরস্পরের চরম শত্রু।একজনের ম্যাজিক শো ভণ্ডুল করার জন্য অপরজন উঠেপড়ে লাগে।এরকম এক পর্যায়ে Borden দেখান শুরু "The Transported Man" নামক একটি ম্যাজিক, যার কৌশল জানার জন্য Angier নিজের সহকারিকে পাঠায় Borden এর কাছে।Angier তার শত্রু Borden এর নোটবই হস্তগত করতে সমর্থও হয়।কিন্তু তখন থেকেই ছবির কাহিনি মোড় নেয় চরম পর্যায়ে।Angier এবং Borden উভয়েই একে অপরকে ধোঁকা দিয়ে নিজেকে অতি চালাক ভাবতে শুরু করে।কিন্তু এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল,শেষ পর্যন্ত যে ভুলের মাসুল উভয় জাদুকরকেই দিতে হয় চরমভাবে!!!
মুভির ডায়ালগ,চিত্রনাট্য,পরিচালনা,স্টোরি সবই ছিল মারাত্মক।মুভিটির বিভিন্ন অংশ একটু ওলটপালট করে দেখান হয়েছে বলে প্রথম দিকে হয়ত বুঝতে একটু সমস্যা হতে পারে।কিন্তু বাজি ধরে বলতে পারি,মুভিটি দেখার সময় খনিকের জন্যও বোর ফীল করবেন না!
এক কথায় মুভিটি ছিল অসাধারন!যারা Batman এর মুভিগুলো দেখেছেন তারা ভালভাবেই জানেন Cristopher Nolan আর Cristian Bale একত্রিত হলে একটি মুভিকে কিরকম রূপ দেয়া সম্ভব।এই মুভির সাথে যুক্ত সকলেই তাদের সেরাটা দেখানোর চেষ্টা করেছেন এই মুভিতে!অনেকেই এই মুভিটা আগেই দেখে ফেলেছেন।কিন্তু যারা দেখেননি তারা অনেক বড় একটা টুইস্ট মিস করেছেন!!!
গতকাল এই মুভির আরেকটি রিভিউ দেয়া হয়েছিল।সেখানে অনেক তথ্য দেয়া হয়ছিল বলে আমি আর তা আলাদা ভাবে যোগ করলাম না!
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ!!!