আশা করি সবাই ভাল আছেন। কল ডাইভার্টের পদ্দতি নিয়ে কেউ আগে পোস্ট করেছেন কিনা আমি জানি না। যদি করা হয়ে থাকে তাহলে এই লিখাটি তাদের জন্য যারা জানেন না বা কোন ভাবে মিস করেছেন।
আমাদের অনেক সময়ই বিশেষ প্রয়োজনে কল ডাইভার্ট করার প্রয়োজন পরে। যেমন মোবাইলে একদম চার্জ না থাকলে বা চার্জের অভাবে মোবাইল বন্ধ হবার আগ মুহুর্তে, মোবাইলটা চার্জে রেখে কিছু সময়ের জন্য বাসা'র বাইরে যাবার প্রয়োজন হতে পারে অথবা মোবাইল ভুল করে বাসায় ফেলে অফিসে চলে এসেছেন ইত্যাদি হাজারো কারন থাকতে পারে।
একেকটা মোবাইলের একেক ধরনের অপশন। অপশন ঘেটে খুজে বের করাও অনেকের পক্ষে দুর্বধ্য। তাই ছোট্ট একটা কোড মনে রাখলে বা মোবাইলের ফোনবুকে সেভ করে রাখলে মনে রাখারও দরকার হবে না।
যে কোন মোবাইল থেকে কোড নম্বর যেমন *২১*০১৭১১২২৩৩৪৪# চেপে এবার ডায়াল বাটনে চাপলেই কলটি উক্ত নম্বরে ডাইভার্ট হয়ে যাবে। অর্থাৎ আপনাকে শুধু কোড নম্বর *২১ মনে রাখতে হবে। এখানে ০১৭১১২২৩৩৪৪ হল সেই মোবাইল নম্বর যে নম্বরে আপনি কলটি ডাইভার্ট করতে চান। মনে করুন আপনার মোবাইল নম্বর ০১৯১১২২৩৩৪৪ তে গুরুত্তপুর্ণ কল আসতে পারে। কিন্তু আপনি রাস্তায় আছেন এবং চার্জের অভাবে মোবাইল যে কোন মুহুর্তে বন্ধ হয়ে যেতে পারে। এখন কি করবেন? আপনার কাছে আরেকটি মোবাইল আছে। এটার মোবাইল নম্বর হয়ত ০১৭১১২২৩৩৪৪ । এখন যদি আপনি কল ডাইভার্ট করেন তাহলে আপনার ০১৯১১২২৩৩৪৪ এ আসা কল ডাইভার্ট হয়ে আপনার ০১৭১১২২৩৩৪৪ নম্বরে চলে আসবে। অর্থাৎ যে নম্বরে আপনি কল ডাইভার্ট করতে চান *২১*এর পর সেই নম্বরটি চাপতে হবে। এখন *২১* এর পর আপনি সিটিসেল বাদে যে কোন জিএসএম নম্বরে এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন। ডাইভার্ট বাতিল করতে চাইলে শুধু #২১# চেপে ডায়াল বাটনে চাপলেই ডাইভার্ট বাতিল হয়ে যাবে।
এখানে এক মোবাইল থেকে আরেক মোবাইলে কল করলে যে চার্জ হবার কথা সেই পরিমান চার্জ প্রজোয্য হবে। সবাই ভাল থাকবেন। সবার জন্য শুভ কামনা।