বহু বছর পরেও আমি অনুভব করি তোমার স্পর্শ,
কত যুগ ধরে তোমার শরীরের ঘ্রান অদৃশ্য,
এই শ্যাওলা পড়া কালো মাটির সাথে সাথে মিশে আছি আমি,
খুব কাছের আঙ্গিনায় অনেক বেশি দুরন্ত ছিলে তুমি।
এই পুরো শহর জুড়ে তোমার আমার স্মৃতি মেলা,
মধ্য দুপুরে,পড়ন্ত বিকেল আর সাঝ বেলা।
বৃষ্টি শেষে কাক ভেজা হয়ে ঘরে ফেরা,
চায়ের কাপে উষ্ণ চুমুকের সাথে গল্পের ফোয়ারা,
সবকিছু আজ ম্লান হয়েছে,
সহস্র দিন অতীতে গিয়েছে,
গুমট অন্ধকারের মাঝে হাতরে খুঁজি,
তোমার শীতল মুখ খানি ভেবে আবার অন্ধ চোখ বুজি।
লাল ডায়েরীর মাঝে লেপ্টে থাকা সাদা গোলাপ,
মনে পড়ে সাগর তীরের সেদিনের আলাপ।
মধ্যরাতের তারা ভরা আকাশ,
আবছা মনে করতে পারছি তোমার সুবাস।