প্রিয় শব্দ (কবিতা)
প্রিয় শব্দ হয় কখনো বইয়ের পাতা উল্টানোর মত,হৃৎস্পন্দনের মত,
পাখির ডানার পাশে নিঃশব্দ আলোর মত।
বৃষ্টির বিরামহীন রিমঝিম আওয়াজ, কিংবা ভোরের শিশির সতেজ,
সব আকুলতা মিলেমিশে একাকার,
রিক্ত হৃদয়ের গভীরে না পাওয়া হাহাকার।
নির্জীব অনুভাবিত বৃক্ষরাজি,
স্রষ্টার অপার দয়ায় ফিরে পায় বেঁচে থাকার শ্বাস,
প্রানের স্পর্শে ফিরে আসে বিশ্বাস।
বাস্তবতার সাথে কত শত জল্পনা-কল্পনা,
যেখানে আঁকা হয় প্রিয়... বাকিটুকু পড়ুন