" রুপক আমি"
আমি আগুনের তপ্ত লেলিহান শিখা,
তিউনিসিয়ার বিদ্রোহীর রক্ত,
আমি সিরিয়ার অশ্রু নই শোষনের ভক্ত।
আমি ত্রিপোলীর শেষ সুখ,
ফিলিস্তিনী শিশুর পুড়ে যাওয়া মুখ।
আমি মিশরের মুর্সির বলিষ্ঠ কথন,
আমি হব শহীদ ভয় করি না মরন।
আমি কাশ্মীরের অকুতোভয় চোখ,কাবুলের নতুন হাসি,
আমি করি না ভয় কোন দঁড়ির ফাঁসি।
আমি বাগদাদের ধ্বংস হওয়া শহর,
জেগে উঠায় জুলফিকারের স্বপ্নের বহর।
আমি কারবালা থেকে জেরুজালেমের হারিয়ে যাওয়া শত প্রান,
আমি দিগ্বিজয়ী এই দ্বীনের সম্মান।