পৃথিবীর সব চেয়ে নিখুঁত অনূভুতি হল অন্তরের ব্যাথা,
মৃত্যু এক যাচিত সত্য ঈশ্বরের কথা।
কত পথ, কত নিশ্বাস পেড়িয়ে
জীবনের শত বিভীষিকা মাড়িয়ে,
প্রিয়জনের প্রিয় মুখ ছাড়িয়ে
জীবন শেষে মৃত্যুর জন্য দাঁড়িয়ে।
অন্ধকার প্রকোষ্ঠে বাতি নিভে যাওয়া অন্ধকারে,
নীল সাগর পারের স্নিগ্ধ সকালে কিংবা
মরু ঝড় থেমে যাওয়ার পর শান্ত বিকেলে,
সমাহিত হবো বাঁচার মিছিল চলা নগরীতে।
সমাধির সবুজ ঘাসে উড়ে ফড়িং এর দল,
যান্ত্রিক গাড়ি ছেড়ে সেদিকেই চল।
নিজের আকাশে বেঁধে দেয়া সীমান্ত জুড়ে,
ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুড়ি উড়িয়ে।
মাঝ রাতে বন্ধ জানালার শব্দ শুনে,
জেগে উঠি নিশ্বাস গুনে গুনে,
হয়ত চলে যাব সব ছেড়ে আসছে ফাগুনে।