শ্রীলংকার হামলার পর অনেকেই আমরা বলছি সন্ত্রাসীদের কোন জাত বা ধর্ম নেই।তারা কোন ধর্মের না।এই কথাটা সম্পূর্ণ মিথ্যা।কেন মিথ্যা?উনবিংশ আর বিংশ শতাব্দীর দিকে আমরা চোখ দেই।
.
বাবরি মসজিদে যারা হামলা চালিয়েছিল তারা হিন্দু উগ্রবাদী সন্ত্রাসী।গুজরাটের দাঙ্গা যারা লাগিয়েছিল তারাও হিন্দু উগ্রবাদী সন্ত্রাসী।অবশ্যই তারা নির্দিষ্ট ধর্মের।এখানে সুশীল বুলি ছেড়ে লাভ নাই।
.
আরাকানে হামলা চালিয়েছে বৌদ্ধ সন্ত্রাসীরা।নিরীহ মানুষগুলোকে জবাই করে, জ্বালিয়ে হত্যা এটা ধর্মের প্রতি সহিংশতার বহিঃপ্রকাশ।চীনে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার কি ধর্মীয় সন্ত্রাস নয়?
.
ক্রাইস্ট চার্চের হামলাকারীর বন্দুকে লেখা কথাগুলো কি ক্রুসেডের অর্থ বহন করে না?সেটা কি খৃষ্টান সন্ত্রাস না?
.
ফিলিস্তিনের নিরীহ শিশুর আত্মচিৎকার,মৃত কিশোরের লাশ?৫০ বছরের এই সহিংসতা কি ইহুদী সন্ত্রাস না? তারপরেও কেন বলে সন্ত্রাসীদের ধর্ম নাই?
.
মুসলিমরা কবে প্রত্যক্ষ হামলা চালিয়েছে বলতে পারেন?শ্রীলঙ্কা হামলার ঘটনায় সংবাদ প্রকাশ করে ইসরায়েলের সংবাদ মাধ্যম আর রাশিয়ার সংবাদ মাধ্যম।সেটা কতটুকু সত্যি? বরং খৃষ্টান বিদ্বেষ বেশি ইসরায়েলের (ইহুদিদের)।মোসাদ কিংবা ভারতের RAW এবং তামিল টাইগাররা কি সন্দেহের বাইরে?
.
আমাদের মুসলিম বোন আফিয়া সিদ্দিকী কে যখন রাতের পর রাত ধর্ষন করা হয়েছে? তার সেই আর্তনাদ কি শুনে নাই? যখন আবু গারিব কারগারে আমাদের বোন ফাতেমার চিঠির কলিজা ছেঁড়া সেই কথা "এমন কেউ কি নাই, যে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়?" এই উম্মার প্রতিটি মানুষের বিবেক কে নাড়া দিয়েছে সেই কান্না।তার জন্য কোন মুসলিম ভাই অস্ত্র হাতে তুলে নিলে, প্রতিশোধের আগুন জ্বলে উঠলে আমরা তাকে সন্ত্রাসী বলব???আপনার বিবেক কে জিজ্ঞাসা করুন।
"সন্ত্রাসীদের অবশ্যই ধর্ম আছে আর সেই ধর্ম কাফির আর মুশরিকদের ধর্ম।" যা ছিল আজ থেকে ১৫০০ বছর আগেও।যখন নিরীহ মুসলিমদের হত্যা করা হত তপ্ত মরুভূমিতে।
শান্তির ধর্ম ইসলাম।