সারা মহাবিশ্বে, আসমান ও জমিনের মাঝে মহান আল্লাহ্ সুবহানু তায়ালার প্রিয় সৃষ্টি আমাদের প্রাণের স্পন্দন, নূরে মুজাচ্ছাম রাসূল (সাঃ) কে নিয়ে লেখা আমার প্রথম কবিতা।
"রহমাতুল্লিল আলামীন"
সকল প্রশংসার মালিক রহীম রহমান
আমার রাসূল প্রিয় হাবীব তাঁর আহ্বান।
হে রাসূল আপনাকে কখনো দেখিনি চোখে,
খুব যত্নে রেখেছি নাম পরম মমতায় এই বুকে।
সুবহে সাদিকের মৃদু বাতাস ভেসে আসে,
রাসূল আপনার ভালোবাসার আভাসে।
অনেক দূর দেশে জন্মেছি আমি,
মায়ার দরজা খুলে মনে হয় এখুনি মদিনা আসি।
যখন হারিয়ে ফেলি নিজেকে কষ্টের ভাঁজে,
মনে পড়ে তখন আমি আছি আপনারই প্রার্থনার মাঝে।
অশ্রু জলে ভাসে এই প্রান,
যখনই শুনি তায়েফের খুন ঝড়ানো সেই বয়ান।
ইতিহাসের পাতায় লেখা উহুদের প্রান্তর,
বেদনার তীব্রতায় বিষিয়ে উঠে এই অন্তর।
যখন মজলুমের চিৎকারে ভারী হয়ে উঠে আকাশ,
আপনার স্মরণে পাই জান্নাতের সুবাস।
হে রাসূল হৃদয় ব্যাকুল হয়ে উঠে আপনার দিদারে,
যখন আযানের মাঝে শুনি আপনার নাম ঐ মিনারে।
প্রার্থনার মাঝে আকুলতা জানাই রাব্বুল আলামীন,
হাশরের কঠিন হিসাবের পরে,
জান্নাতের শোভিত নীড়ে,
রহমাতুল্লিল আলামীনকে যেন পাই ফিরে।