আমার খুব প্রিয় মানুষ "ফারিহাকে" উৎসর্গ করে লেখা।যে মানুষটা বৃষ্টি খুব ভালোবাসে।
"সাতরঙা বৃষ্টি"
নীল পাহাড়ের সাথে মেঘের আলিঙ্গনে,
নীলাভ বৃষ্টি ঝরে সবুজ ধরনীতে।
মৃদু স্পর্শের মায়ায় বৃষ্টি ফোঁটা ছুটে আসে,
তৃপ্ততায় ভরে উঠা মৃত্তিকারা হাসে।
বাতাসের মাঝে লোহিত ঘ্রানে,
পাখির ডানা ঝাপটানো আশ্রয়ে,
ফিরোজা রঙের বৃষ্টি নামে।
রুপালী জোস্নায় নদী পাড়ে রুপালী বৃষ্টি,
ঘুৃমিয়ে পড়া মাছেদের সুখের সৃষ্টি।
দেয়ালের চুন খসা প্রাচীন শহরের মাঝে,
ছবির মত জলপাই রঙের বৃষ্টিরা সাজে,
শতবর্ষী গাছগুলো আনন্দে বাঁচে।
মরুভূমির নিষ্ঠুর প্রকৃতিকে বৃষ্টিরা ভয় পায়,
সবুজ বৃষ্টি নামে এখানে বাঁচার আশায়।
সন্ধ্যা বেলার বৃষ্টির নাকি রঙ থাকে না?
নিয়ন আলোয় রঙিন বৃষ্টি কেউ দেখে না।
ভালোবাসার বৃষ্টি হয় রঙিন ঘূড়ির মত,
সব বৃষ্টির মত, সাতরঙা প্রজাপতির মত।