"অলিখিত গন্তব্য"
----- কিরণ
বিপ্লবী চোখগুলো নতুন সূর্যোদয় দেখে না,
দেখে না বুনিয়াদী স্বপ্ন আর সম্ভবনা।
ভূমধ্য সাগর তীরে পড়ে থাকা শিশুর মৃতদেহ,
কোন মায়ের আত্মচিৎকার আর অন্তর্দাহ।
সভ্যতা তার নিজের প্রতিবিম্ব দেখে,
ডুকরে কেঁদে উঠে নিজের অসুখে।
স্মৃতি স্মারক বা শহীদ স্মারক পরিপূর্ন নামে,
পড়ে দেখে না কেউ নিশ্চুপ আধাঁর নামে।
মাঝরাতে দূর সমুদ্রে জাহাজের আলো
প্রানের উচ্ছাস জাগায় হৃদয় নিকষ কালো।
শত প্রানের দাবি বেচেঁ থাকার যুদ্ধে যাওয়া,
নিজের অজানা জাহাজে উঠে জয়গান গাওয়া।
ক্ষুধার্ত মানুষের অস্থিসার শরীরে অসাড়,
নোনা জলের মাঝে তৃষ্ণার হাহাকার।
কখনো পায়ে উঠে দুর্গম গিরিতে,
আগুন ঝড়ানো তপ্ত মরুর বালিতে,
মৃত্যর চোখ রাঙানী যমদূতকে সঙ্গী করে,
শরনার্থীরা ছুটে চলে অলিখিত গন্তব্যে।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৬