আমি এবং আমার
------ কিরণ
আমার জন্ম কোন এক বৃষ্টিস্নাত সকালে,
মেঘের ওপাশে সূর্যের আলোর হাসির আড়ালে,
স্তব্ধতা ভেঙে কান্নার আওয়াজ ছড়িয়ে পড়ে,
মায়ের হাসিমাখা মুখের ভীড়ে,
শুভ্র চাদর মোড়ানে আভায়-
বাবার কোলের শীতল মমতায়।
আমি ফিরে আসি তোমাদের বসুধায়,
একরাশ স্বস্তির নিঃশ্বাস হয়ে,
ভালোবাসা আর বিশ্বাসের আশ্বাস হয়ে,
মায়ের চুড়ির টুংটাং শব্দ হয়ে,
এসেছি আমি তোমাদের আলোধারায়।
সময়ের বিবর্তনে কতদূর ছূটে চলা,
হারিয়েছি তোমাদের সঙ্গীর মেলায়,
শিখেছি সত্য মিথ্যা কত হিংসা
শত্রু-মিত্র,বন্ধু আর যুদ্ধের খেলা।
আমাকে আমি মিলিয়ে ফেলতে চাই,
সবুজ ঘাসের ডগায়, কচুরি পানার মাঝে,
পানকৌড়ির ডাকের মাঝে,মাছের চোখের মনিতে।
আমি দেখি জগতের মায়াবী জাদু-
চোখ ধাঁধানো স্রষ্টার সৃষ্টির সমুদ্র,
আমাকে খুঁজে পাই মৃদু বাতাসে,
শীতলতা আর পার্থিব সুবাসে।
প্রিয়মানুষ আর আপন জনের সাথে,
বহুকালের বন্ধনের মাঝে-
হারিয়ে যেতে চাই সীমান্ত রেখার ওপাড়ে
প্রিয়ার হাসির ছলনার কাব্যে।
আবার হারিয়ে ফেলেছি কখন যেন নিজেকে,
রিক্ত হাতে, শুষ্ক ধানক্ষেতে,
লাল পাহাড়ের আগ্নেয় গিরিতে।
মানুষের জনস্রোতের মাঝে আমি দেখি,
হাটছি আমি মানুষের বেশে,
এই জীবনধারার তীর জুড়ে আমার ই সাথে।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩২