রাষ্ট্র ধর্ম ইসলাম চাই।
স্বাধীনতার দিন জাতির প্রত্যাশা।
সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে বাংলা যদি মাতৃভাষা হয়।তাহলে এইদেশে ইসলাম রাষ্ট্র ধর্ম।ধর্ম নিরেপেক্ষতাকে ধিক্কার জানাবে রাষ্ট্রের মানুষগুলা।যাদের রক্তে মিশে আছে ইসলাম,শিরায়,উপশিরায়।
শুধু হেফাজত, জামায়াত আর জঙ্গিবাদের দোহায় দিয়ে আপনারা কয়েকজন নাস্তিকের কথায় পরিবর্তন আনতে পারেন না।আমরা সাধারণ মুসলিম।হেপাজত,জামায়াত আমরা বুঝি না।আমরা আমাদের ইসলাম বুঝি।
ভারত তো ধর্ম নিরেপেক্ষ রাষ্ট্র, যেখানে গরুর মাংস খাওয়ার অপরাধে নিরপরাধ মুসলিমদের প্রকাশ্যে হত্যা করা হয়।১৫০ কোটির দেশে যেখানে ২৫ কোটি মুসলিম।গুজরাটে যে হত্যা লীলা মুসলমানদের উপরে চলেছে, সেই রক্তের দাগ শুকিয়ে গেলেও হৃদয়ের দাগ মুছে যায় নি।
সে হিসাবে আমাদের দেশে সংখ্যালঘুদের উপরে এমন কোন অত্যাচার কেউ করে নি।যা বিশ্ব মিডিয়ায় ফলাও কররে প্রচার করেছে।বৌদ্ধের মন্দির ভেঙ্গে ফেলা হলেও তা যত্ন করে গড়ে দেয়া হয়েছে।রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলেই তা সম্ভব হয়েছে।
রক্তের ধার কমে যায় নাই।ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল,আছে থাকবে।কারও মুখের কথায় ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশের নামের পাশ থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম মুছে যাবে, আর তা চেয়ে চেয়ে কেউ দেখবে তা হবে না।
আমরা বাঙালী।কিন্তু আমাদের মুসলিমদের বড় আরেকটি পরিচয় আমরা মুসলিম।
মুসলিমজাতি হারতে শেখে নি।হারতে জানে না।