"অসমাপ্ত বিদায়"
----- কিরণ
যা ছিল হারিয়ে যাবার তা ফেলেছে হারিয়ে,
নষ্ট প্রতিকৃতির আকুলতা ধরিয়ে,
এখনো সে আসে ফিরে সময়ের নিষ্ঠুরতায়,
মরমী কোন সাধকের সুর হয়ে নিষিদ্ধ মাদকতায়।
রক্তিম প্রান্তরে কোন যুদ্ধের ঝনঝনানিতে,
শহীদ প্রায় কোন যোদ্ধার শেষ নিঃশ্বাসে,
নীল চোখের কোন ললনার অশ্র সিক্ত নয়নে,
যোদ্ধা কে বুকে নেয়ার মাঝের খেয়ালে
ফিরে আসে পুনর্মিলনের বার্তা হয়ে।
ভয়হীন অভিযানে ধারলো পহাড়ের পাড় ঘেঁষে,
ঝুলে থাকা কোন অভিযাত্রীর বেঁচে থাকা শেষে,
ফিরে যাওয়া পথে মিশে আসে কেন মিছে।
ডুবে যাওয়া জাহাজের শেষ যাত্রীর মনে,
প্রিয় মায়ের কোলে মাথা রাখার ইচ্ছাকে,
আয়ুর আকাশের শঙ্খ চিল বানিয়ে,
উড়ে আসে কারো হাসির ঝলক ঝলক হয়ে।
সত্য,মিথ্যা বা অলীক কল্পনা নয়,
অন্তিমতা কে বোকা বানিয়ে অসমাপ্ত বিদায়।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩