"নিহিত কল্যান"
----কিরণ
কালো অন্ধকারে নিজের প্রতিবিম্ব আঁকতে
ছক কষে ফেলে যাওয়া সব কিছু মিলিয়ে নিতে।
নিভে যাওয়া সূর্যের অবাস্তব আভা ছড়িয়ে
রং ছড়িয়ে যাওয়া আকাশে নির্বাক তাকিয়ে একা।
সৃষ্টির বিনাশ থেকে বিন্যাস সব জুড়ে হাহাকার,
কোন কিছু ফিরে পাবার আসায় ভালোবাসায়
উত্তাল সমুদ্রে সৃষ্ট সাইক্লোনের চোখ-
ডুবে যাওয়া শহীদ স্তম্ভে মুছে যাওয়া নাম
সব ছাড়িয়ে আজ খুঁজে চলার আহ্বান।
কোথায় পাবে তারে সম্মুখ বা নিভৃতে
পাবে হয়ত স্রষ্টার প্রক্ষেপিত কোন দয়ার অন্তরালে।