তোমার যৌবন যূথিকামালা, ওষ্ঠপুঠের ধ্রুপদী আহ্বান ছুঁতে
ভুল করি
ছোঁয়ার তাড়নায় জলে পা দিতেই ভাঙনের শব্দ শুনে
ফিরে আসি নদী থেকে
সন্তরণের ভয়ে পায়ে হাঁটি উপবনের গহিন পথ
-
উদাসীন কাঁটাঘাসের পিঠে মানচিত্র এঁকে
যেই বুকপকেটে আলো পুরে নিই
খুঁজে নিতে আঁকাবাঁকা ঢেউ
বায়ুরঙা কষ্টফুল তুলতে ঠেস দিয়ে দাঁড়াই
মেঘভেলার ছায়ায়
দ্যাখি আমি শেকল পরিয়ে দিচ্ছি ক্রমশ অসম্ভবের পায়ে
ফের ভুল করে জল ছুঁয়ে ফেলি
-
আর কেবল পাড় ভাঙার শব্দ শুনি ….
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪২