১) রামোস এর পেনাল্টি নেয়ার আগেই জাভি কি বুঝতে পেরেছিল যে এই গোল স্পেইন পাবে না ?
তাই সে চোখ ঢেকে ফেলেছিল আতংকে ?

২) পিকে লাল কার্ড নিয়ে বেরিয়ে যাওয়ার সময় শাকিরা কে দেখাচ্ছিল গুরুত্ব দিয়ে। টেলিভিশন ক্রুরা কি আগেই আন্দাজ করতে পেরেছে যে আজ হয়ত শাকিরা চলে যেতে পারে জন টেরি'র সাথে !

৩) টিকিটাকা ফুটবল ওরফে টিকটিকি ফুটবলের কি এখানেই অপমৃত্যু ? আর সাম্বার পুনর্জাগরণ

৪) সাম্প্রতিক কালে ব্রাজিল দলে টাক মাথা খেলোয়াড়দের সংখ্যা বেড়ে যাওয়ায় নারী ভক্তেরা ব্রাজিল দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। নারী সমাজের অব্যাহত সমর্থন পেয়ে আসছিল ইতালি দল। এবারের ব্রাজিল দলের টাকমাথা খেলোয়াড়দের সংখ্যা অনেক কম, আশা করা আচ্ছে ব্রাজিল আবার তার প্রমীলা ভক্তদের ফিরে পাব খুব শীঘ্রই।
প্রমীলা ভক্তরা লক্ষ্য করুন, আগেকার ব্রাজিলের খেলোয়াড়
এখন কার ব্রাজিল দল, যাদের মাথা ভর্তি চুল !

সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:০৭