somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবমেরিন কেবলের আরও দুটি সংযোগ নেবে বাংলাদেশ

১১ ই জুলাই, ২০১০ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনায় আরও দুটি সাবমেরিন কেবল সংযোগ নেবে বাংলাদেশ। ইতিমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। আগামী এক-দেড় বছরের মধ্যে আরও দুটি সাবমেরিন কেবলের সংযোগ পাওয়া যাবে। অতিরিক্ত দুটি সাবমেরিন কেবল আন্তর্জাতিক টেলিযোগাযোগে বাংলাদেশের গুণগত মানোন্নয়নের পাশাপাশি এ যোগাযোগ নিরবচ্ছিন্ন এবং সহজতর হবে।
বর্তমানে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির (বিএসসিসিএল) তত্ত্বাবধানে দেশের একমাত্র সাবমেরিন কেবল রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয় সংযোগটিও সরকারি ব্যবস্থাপনায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এবার সে সিদ্ধান্ত থেকে সরে এসে একসঙ্গে দুটি সংযোগ এবং তা পুরোপুরি বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে একটি খসড়া নীতিমালাও প্রকাশ করেছে বিটিআরসি। নীতিমালায় বলা হয়েছে, দেশীয় কোম্পানিকেই অতিরিক্ত এ সাবমেরিন কেবল কোম্পানি দুটির লাইসেন্স দেওয়া হবে। তবে স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ মালিকানায় বিদেশি কোম্পানিও লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে বিদেশি মালিকানার শেয়ার ৪০ শতাংশের বেশি হবে না।
অন্যদিকে বাড়তি দুটি সাবমেরিন কেবল সংযোগ নেওয়ার উদ্যোগকে স্বাগত জানালেও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টরা বলছেন, সংখ্যা বাড়ানোর চেয়ে গুণগত সেবার বিষয়ে মনোযোগী হওয়া দারকার। এর আগে ২০০৬ সালে দেশ প্রথবারের মতো ৩ কোটি ৫১ লাখ মার্কিন ডলার খরচ করে সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত হয়। ১২০ গিগাবাইট ক্ষমতার ওই সাবমেরিন কেবলটির মধ্যে মাত্র ২৪ দশমিক ১২ গিগাবাইট ক্ষমতা ব্যবহার করা সম্ভব হয়েছে।
বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত ওই নীতিমালা সম্পর্কে ১৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্টরা মতামত দিতে পারবেন। আর এ মাসের মধ্যেই নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিটিআরসির শীর্ষ এক কর্মকর্তা। এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটা সংযোগ থাকায় অনেক সমস্যা হতো। এখন আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে আর কখনই সংযোগ বিচ্ছিন্ন হবে না।
নতুন দুটি সাবমেরিন কেবল সংযোগ নেওয়া বিষয়ে বিটিআরসির সিদ্ধান্তকে স্বাগত জানালেও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সভাপতি হাবিবুল্লাহ এন করিম বলেন, সাবমেরিন কেবল সংযোগ নেওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে আমাদের টেরিস্ট্রিয়াল লিঙ্ক বৃদ্ধি করতে হবে। তাছাড়া সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের দাম কমানোর দাবিও জানান তিনি।
বর্তমানে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের দাম ধরা হচ্ছে ১৮ হাজার টাকা। এই পরিমাণ ব্যান্ডউইথ উৎপাদনে খরচ হচ্ছে ১০ হাজার টাকারও কম। তাছাড়া ইতিমধ্যে সরকার নিয়ন্ত্রিত একমাত্র সাবমেরিন কবলের খরচও পুরোপুরি উঠে গেছে। সে কারণে ব্যান্ডউইথের দাম কমানোর দাবি জানিয়েছে বেসিসসহ অন্যান্য প্রতিষ্ঠান।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

AI-এর লগে গ্যাঁজাইলাম =p~

লিখেছেন জটিল ভাই, ০১ লা এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১২

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(স্ক্রিনসট)

সামহোয়্যার ইন ব্লগ... ...বাকিটুকু পড়ুন

লালন সাঁইজির আধ্যাতিকতা,পরিচয় ও মানবতাবাদ

লিখেছেন রাবব১৯৭১, ০১ লা এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪০

লালন সাঁই ছিলেন একজন বাউল সাধক, দার্শনিক ও মানবতাবাদী। তাঁর আধ্যাত্মিকতা মূলত গুরু-শিষ্য পরম্পরা, সাধনা ও অন্তর্জ্ঞানভিত্তিক। তিনি ধর্ম, জাতি, বর্ণভেদ মানতেন না এবং বিশ্বাস করতেন, "মানুষের ওপরে কিছু নাই।"... ...বাকিটুকু পড়ুন

আমার ছোট কালের ঈদ।

লিখেছেন নাহল তরকারি, ০১ লা এপ্রিল, ২০২৫ রাত ৯:০৫



ঈদ মানেই ছিল নতুন জামা, নতুন টাকা আর আনন্দের ঝলক। ছোটবেলার সেই ঈদগুলো এখনো স্মৃতির মণিকোঠায় জ্বলজ্বল করে।



আমার নানা সোনালী ব্যাংকে চাকরি করতেন। আমি তখন... ...বাকিটুকু পড়ুন

পিটার প্যান সিনড্রোম !

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা এপ্রিল, ২০২৫ রাত ৯:৪২


প্রাপ্তবয়স্ক হয়েও দায়িত্ব নিতে না চাওয়া, বাস্তবতা এড়িয়ে চলা এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা অনেকের মাঝেই দেখা যায়। তারা শৈশবের মতো স্বাধীন, নিরুদ্বেগ জীবন... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কি ক্ষমতা কুক্ষিগত করবে না?

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০১ লা এপ্রিল, ২০২৫ রাত ১১:২২

ক্ষমতায় আসার পরে বিএনপির আচরণ কেমন হবে?
এই প্রশ্নের উত্তর নিশ্চিত ভাবে দেওয়া সম্ভব না। তবে আমরা কারো আচরণ কেমন হতে পারে সেটা তার অতীত থেকে খানিকটা আন্দান করতে পারি।... ...বাকিটুকু পড়ুন

×