এদেশের হারিকেনের মিস্ত্রী ডিজিটাল বাংলাদেশের আইটি এক্সপার্ট আমলারা নিচের এই রকম একটি ছবির জন্য রবিন নামের একটি ছেলেকে পুরান ঢাকা এলাকা থেকে গ্রেফতার করেছে।

আসল বিষয়টি হচ্ছে কি সম্প্রতী আমলারা জেনেছে দুনিয়ায় বিশ বছর পরে অবগত হয়েছে ইন্টারনেটে কোন ভাবেই কোন আইপি কে হাইড করা সম্ভব না। অনেক টাকা দিয়ে আইপি ট্রেকার সফ্টওয়ার ইনষ্টল করেছে। ঐটা টেস্ট করতে গিয়ে তেল দেয়ার নামে একজনকে গ্রেফতার করে দেখাচ্ছে। আর বলছে দেখছেন এদেরকে ধরা কোন বিষয়ই না আমরা এই স্ক্রীনে দেখবো কে কই থাইক্কা কথা কইতেছে। তবে কথা হইলো নেটের গতি বেড়ে গেলে কিন্তু পারবো না।
আবার ফেসবুক বন্ধ করছে। সব গবেট । এনিমি টু দ্যা স্টেট।
এক লেখক বলেছেন: আমি পোস্টে লিখেছি যে আমি প্রবাসে থাকি।
হাসিনার / খালেদার সাধ্য নাই আমারে টাচ করার।
আমরা আপনাকে সাপোর্ট জানাই। আরও কয়েক জন নিয়ে ফেইসবুকেই আমাদের ডিজিটাল বাংলাদেশের চরিত্র বিশ্ববাসির সামনে তুলে ধরুন।
যে দেশ ২০০৭ সালে এসে সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হয়।
যে দেশের আইটি ইনফ্রাস্ট্রকচার শুধুমাত্র লাইসেন্স দেয়ার লোভে সবচেয়ে পশ্চাদপদ। যে দেশ তার মাত্র ৪৬,০০০ মেগাবিট ব্যান্ডউইথের পাঁচ ভাগের এক ভাগ অথার্ৎ ৮,০০০ মেগাবিট ব্যাবহার করে বাকিটুকু প্রতি সেকেন্ডে অব্যবহৃত রাখছে (দূঃখিত রিজার্ভ করার কোন সুজোগ নেই।) গত ২০০৭ সাল থেকে।
সে বলে ডিজিটাল বাংলাদেশ ! টাল না তো ?
রবিনের বিষয়টা যদি মৌলবাদী একটিভিটি হয় তবে বিষয়টা স্পষ্ট করে বলা উচিত। এমনটা হতেই পারে। সেটা না ধরতে পারাই ব্যথর্তা। ধরে যোগ্যতা প্রমান করেছেন। তবে পুরো বিষয়টার সাথে ইন্টারনেট ফেসবুক ব্যান বলে সরকারকে মিসগাইড করে ডিজিটাল বাংলাদেশ স্প্রীরিটের সম্পূর্ন পরিপন্থি পরামর্শ দিয়েছেন। এদের চিহ্নিত করে রাখুন পরে কাজে লাগবে।
কিছু দিনের জন্য বাংলা ব্লগিং বন্ধ রাখলাম। ভয় লাগতেছে ।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১০ রাত ৯:৩৯