এই মুহুর্তে বাংলাদেশে আপনার নেটে স্পীড কত ? ৫ কেবিপিএস। অথচ জানেন সারাদেশে ইউজাররা যতটুকু ইন্টারনেট ব্যবহার করছে তার পাঁচগুন সরকার জনগনকে ব্যবহার করতে না দিয়ে প্রতি মুহুর্তে ফেলে দিচ্ছে বঙ্গপোসাগরে।
বিষয়টা এভাবেঃ গত এক বছরেরও বেশী সময় ধরে আমরা সাবমেরিন ক্যবেলে যুক্ত হয়েছি। এই সংযোগের ক্যাপাসিটি প্রায় ৫০ জিবিপিএস আর সারাদেশে আমরা ব্যবহার করছি ৮ জিবিপিএস অর্থাৎ সমস্ত আইএসপিরা এর বেশি কিনছে না।
যদি বাকিটা এই মুহুর্তে আপনার নেটে দেয়া হয় এই মুহুর্তে আপনার গতি পাঁচগুন বেরে যাবে।
এখানে অনেক গল্প আছে তবে কথা হলো গরীব দেশের গরীবের টাকায় কেনা সম্পদের পাঁচ ভাগের চার ভাগ না ব্যবহার করে ফেলে দিচ্ছি।
টকশো নিউজ জাফর ইকবাল এই কথাটা গত এক বছরে কেউ বললো না। শত কোটি টাকার বিষয় সবাই ভাগ নেয়। সব টাউট।
সিমিউই৪
বিশ্বাস না হলে কোন প্রেসে না পাঠানো এ প্রেস রিলিজটি দেখুনঃ http://www.bsccl.com.bd/Press Release of BSCCL.pdf