বাংলাদেশের নাম গিনেজ বুকে এসেছে, খুশি এবং গর্বিত হওয়ার কথা কিন্তু হতে পারছি না কারনটা সবারই জানা। এই রেকর্ড করার জন্য আমাদের মত গরীব একটা দেশের ৯০০০০০০০০ টাকা খরচ।
কয়েকদিন আগে এক শেয়ারড্ বাসায় থাকতাম, সাথে ছিলো এক নিউজিল্যান্ডের কাপল, এক অজি আর এক কোরিয়ান ছেলে। আমাদের শেয়ার্ড টয়লেটে অনেকগুলা ম্যাগাজিন ছিলো, কমোডে বসে পড়ার জন্য। বেশিরভাগই ছিলো গাড়ি, বোট এইসব বিষয়ক যেগুলাতে আমার তেমন আগ্রহ নাই। তবে সেখানে ছিলো গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস ২০১৩ সংখ্যা। আমি যতবারই টয়লেটে যেতাম এই বইটা উল্টে পাল্টে রেকর্ডগুলা দেখতাম। অনেক রেকর্ড এত অদ্ভুত যেগুলা আপনার মাথায়ই আসবে না যে এই ব্যাপার নিয়া কোন রেকর্ড হতে পারে। আমি কতগুলা উদাহরন দেই:
> শুধুমাত্র আ্ন্ডারওয়ার পড়ে সবচেয়ে বড় লোক সমাগম হয়েছিলো ২০১১ সালের ২৪ শে সেপ্টেম্বর ইউএসএ এর সল্ট লেকে সিটি তে। এতে অংশ নিয়েছিলো ২২৭০ জন।
সুতরাং আমরা যদি এই রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করতে চাই তাহলে ২২৭১ জন এক জায়গায় জড়ো হয়ে আন্ডারওয়ার পড়ে দাড়াতে হবে
> ৫ নভেম্বর ২০০৫ সাল : ১৩৩৮০ জন লোক San Salvador সিটির Cuscatlán স্টেডিয়াম এ একসাথে দাত ব্রাশ করেছিলো।
সুতরাং নতুন রেকর্ড করতে হলে বাসা থেকে ব্রাশ পেষ্ট নিয়া ১৩৩৮১ জনকে একসাথে দাত ব্রাশ করতে হবে
> পৃথিবীর সবচেয়ে বড় আন্ডারওয়ার : 20 m (65 ft 7 in) across the waist and 12 m (39 ft 4 in) from waistband to crotch. বানালো হয়েছিলো ১৬ সেপ্টেম্বর ২০১০ সালে লন্ডন এ।
পৃথিবীর সবচেয়ে কমদামে আমাদের দেশে কাপড় কিনতে পাওয়া যায়, দর্জির মুজুরীও সবচেয়ে কম। আমরা চাইলে খুব সহজেই কয়েকজনের উদ্যেগেই মাত্র কয়েক হাজার টাকায় এই রেকর্ডটাও করে ফেলতে পারি।
> ৩২৪৮ জন একসাথে ২০১২ সালের ৪ নভেম্বর Rubik's কিউব সল্ভ করেছিলো। স্হান: College of Engineering Pune, Maharashtra, India
যে কোন একটা উইনিভার্সিটি বা কলেজের স্টুডেনরা উদ্যেগ নিলে সহজেই এই রেকর্ড ভেঙ্গে দেয়া যায়।
> July 28, 2013 : ১২১৩ জন মিলে তাইপে এ ১০ মিনিট ধরে মুখোশ পড়ে রেখেছিলো।
ফেসবুকে একটা ইভেন্ট ক্রিয়েট করে সবাইকে যদি বলা হয় যার যার মুখোশ তৈরি করে নিয়ে আসতে, তাহলে এই রেকর্ড করা কোন ব্যাপার ?
> Adventure Island, Southend on Sea, Essex, UK তে ১০২ জন লোক ন্যাংটু বাবা হয়ে রোলার কোষ্টারে চড়েছিলো। এটাও একটা বিশ্ব রেকর্ড।
দেশের ৯০ কোটি টাকা সেভ করতে শুধু ১০২ জন না, আমার মনে হয় কয়েক হাজার তরুন পাওয়া যাবে যারা বস্ত্রহীন অবস্হায় রোলার কোস্টারে চড়বে।
> শুধু গ্রুপ না, ব্যক্তিগত উদ্যেগেও বিশ্বরেকর্ড করা যায়। Norman Perez নামের ২৪ বছর বয়েসী এক তরুন টানা চারদিন ধরে কম্পি্উটার এর কিবোর্ড দিয়ে instant messaging বা চ্যাট করে বিশ্বরেকর্ড করেছিলো। সে টানা ৯৬ ঘন্টা টাইপ করেছিলো এবং প্রত্যেক ঘন্টায় ৫ মিনিট করে ব্রেক টাইম পেয়েছিলো ওয়ার্ল্ড রেকর্ডের নিয়ম অনুযায়ী।
আমাদের বর্তমান প্রজন্মের তরুনেরা যে সময় অনলাইনে কাটায়, আমার মনে হয় এই রেকর্ড ভাঙ্গা কোন ব্যাপারই না।
এইরকম আরও অসংখ্য রেকর্ড আছে যেগুলো ভাঙ্গার জন্য টাকার অপচয় করার দরকার নেই, দরকার শুধু দৃ্ঢ় সংকল্পের। আমাদের ব্লগ ফেসবুকে অনেক সেলিব্রেটি আছেন, আছে অনেক জনপ্রিয় গ্রুপ , এমনি কি ব্যক্তিগত উদ্যেগেও কোন ইভেন্ট খুলে কোন টাকা পয়সা না খরচ করে আরও একটি বিশ্বরেকর্ড করে আমার কি আমাদের বর্তমান এবং ভবিষ্যত নেতাদের কাছে এই বার্তা পৌছে দিতে পারি না যে আমাদের মত এত গরীব একটা দেশের এতগুলো টাকা অপচয় করার অধিকার কারো নেই, কারোরই নেই।
রেফারেন্স:
১। Click This Link
২। Click This Link
৩। Click This Link
৪। Click This Link
৫। Click This Link
৬।http://thewondrous.com/40-craziest-guinness-world-records/