এবারেও দুইটা গ্রুপ থাকবে ক এবং খ। আপনি শুধু যে কোনো এক গ্রুপের ধাধার জবাব দিতে পারবেন। জবাব দেয়ার আগে কোন গ্রপ অবশ্যই বলে নিবেন।গ গ্রুপের উত্তর সবাইকেই দিতে হবে।
ক গ্রুপ
১। এবারেও প্রথম প্রব্লেমটা শুরু ত্রিভুজ দিয়ে...
ত্রিভুজে ছয়টি বৃত্ত দেয়া হয়েছ। আপনাকে ১ থেকে ৬ পর্যন্ত সংখ্যাগুলি বৃত্তের স্থানে বসাতে হবে, যাতে প্রতিটা বাহুর যোগফল সমান হয়।
অন্তত চারটি সমাধান করতে হবে।
প্রতিটি সমাধানের যোগফল আলাদা আলাদা হতে হবে।
২।ধরুন আপনি রোজা অবস্থায় রান্না করতে গেছেন। কিন্তু তরকারী রান্নার সময় দেখলেন লবন এবং চিনির বোয়াম পাশাপাশি, আপনি কোনটা লবন তা বুঝতে পারছেন না। বোয়াম দুটি একই রকম চোখে দেখে আলাদা করা সম্ভব নয়। এখন আপনি কিভাবে বুঝবেন কোনটি লবন।
শর্ত:
১) আপনি রোজা ফলে চেখে পরীক্ষা করতে পারছেন না এবং আপনার আশেপাশেও কেউ নেই।
২) আপনার হাতের কাছে লেবু বা অনান্য কিছু নেই পরীক্ষা করার মত।
৩।রাজা, রানী, মন্ত্রী, মন্ত্রীপত্নী, কোটাল এবং কোটালপত্নী ছয়জনকে একটা নদী পার হতে হবে। পারে একটা মাত্র নৌকা বাধা আছে, যা এতো ছোট যে একসাথে দুজনের বেশী উঠতে পারবে না। তাছাড়াও কিছু সমস্যা হচ্ছে
১) কোন মহিলা নিজ স্বামী ছাড়া অন্যকোন পুরুষের সাথে নৌকাতে উঠবে না।
২) স্বামী সংগে না থাকলে পর-পুরুষের সাথে নদীর ওপারে অবস্থান করবে না।
৩) রাজা একটু দাম্ভিক। তিনি কোটাল বা মন্ত্রীর সাথে নৌকাতে উঠবেন না।
৪।এইটা একটা ফানি প্রশ্ন : আপনি যদি একটি সবুজ পাথর লাল রঙের পানিতে ডুবান তাহলে কি হবে?
৫। ইংরেজি সংখ্যা 1(One) থেকে বানান দেখা শুরু করলে প্রথম কোন সংখ্যার বানানে "A" লেটারটি আসবে??
৬। একটা ডিম সিদ্ধ করতে ৩ মিনিট সময় লাগে ১৩টা ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগব?
খ গ্রুপ
১। এটি একটি ছবির ধাঁধা৷ বলা যায় দৃষ্টিভ্রম৷ তাই ভালো করে ছবিটি লক্ষ করুন৷ এই ছবিটির মাঝেই লুকিয়ে আছে একটি Star বা তারা৷ খুঁজে বের করুন, তারাটি কোথায় লুকিয়ে আছে? ছবিটা সেইভ করে অংশটি পেইন্টএ একে দেখান বা বর্ণনা দিয় বুঝিয়ে দিন। মোটামুটি একটা তারা দেখালেই চলবে।
২।জলের সামনে একজন লোক স্নান করছে, কিন্তু তার শরীর জলে ভিজছে না। কিভাবে সম্ভব?
৩।আপনার মায়ের খালার একমাত্র বোনের একমাত্র মেয়ের স্বামীর একমাত্র মেয়ে, আপনার কি হয়?
৪। দু বন্ধুর মধ্যে কথোপকথন
১ম বন্ধু: তোমার তিন ছেলের বয়স কত??
২য় বন্ধু: ওদের বয়সের গুনফল ৩৬।
১ম বন্ধু:তা ভালো, কিন্তু ওদের বয়স কত?
২য় বন্ধু: ওদের বয়সের যোগফল তোমার বাড়ির নাম্বারের সমান।
১ম বন্ধু: তাই নাকি ১৩ !!! তাও ঠিক বুজলাম না।
২য় বন্ধু: আমার বড় ছেলেটি ভালো দাবা খেলে।
১ম বন্ধু: এবার বুজেছি।
এখন আপনাকে বলতে হবে ছেলে তিনটির বয়স কত??
৫। একটি পরীক্ষায় মোট ১০০ প্রশ্নতে ঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য -২ নম্বর দেয়া হবে। কেউ যদি সবগুলা প্রশ্নের উত্তর দিয়ে ৮৫ নম্বর পায় তাহলে সে মোট কতগুলা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছিল??
৬। কোন জিনিস কালো যখন কেনা হয়, লাল যখন ব্যবহার করা হয় এবং ধূসর যখন ফেলে দেয়া হয়।
গ গ্রুপ
৭। একটা টেবিলে প্রিচে দুইটা আপেল আছে। তিন জনকে সমান ভাগে ভাগ করে দিতে হবে।
৮। একজন বললো: আমার বাগানে কাউ কে ডুকতে দেইনা। তাহলে আপনি ঢুকবেন কিভাবে।
৯। ৫ টা কলা থেকে ষাড়ে তিনটা খেলে কয়টা থাকে ?
১০। কোনটা বেশী : এক সপ্তাহে যত সেকেন্ড না এক বছরে যত মিনিট???
আগের পর্বগুলা
মধ্যরাতে কয়েকটি মজার ধাঁধা...
১ম পর্বে বিজয়ী অদ্ভুত।
নতুন বছরের শুরুতে কয়েকটি সহজ মজার ধাঁধা...
এই পর্বে বিজয়ী যৌথভাবে অপ্রয়োজন এবং মুক্তপ্রাণ।
মধ্যরাতে ধাঁধা প্রতিযোগীতা (পর্ব ৩) এইবার ধাঁধাগুলা কিন্তু কঠিন আছে
বিজয়ী যৌথভাবে ব্রাইটসেন্ট্রালএবং মেহেদী_হাসান ।
মধ্যরাতে ধাধা প্রতিযোগীতা- ৪ (১৮++) সংবিধিবদ্ধ সতর্কীকরন : ভুল উত্তর ব্লগের পরিবেশের জন্য ক্ষতিকর
বিজয়ীরা অদ্ভুত, রাজসোহান ও ব্রাইটসেন্ট্রাল।
আবারও মধ্যরাতে ধাঁধা প্রতিযোগিতা-পর্ব ৫ (১৮+)
বিজয়ীরা হলেন রাজসোহানস, হামদান, নিবিড় রন্জন তালুকদার, অদ্ভুত এবং পাপী ০০৭।