এবারে দুইটা গ্রুপ থাকবে ক এবং খ। আপনি শুধু যে কোনো এক গ্রুপের ধাধার জবাব দিতে পারবেন। জবাব দেয়ার আগে কোন গ্রপ অবশ্যই বলে নিবেন।গ গ্রুপের উত্তর সবাইকেই দিতে হবে।
ক গ্রুপ
১।চিত্রে কয়টি ত্রিভূজ আছে?
২।আপনাকে এক বালতি পানি দেওয়া হল। ধরুন বিশ লিটার। এই পানি আপনাকে নিজের হাতে বর্তমান অবস্থান থেকে বিশ মিটার দূরে নিয়ে যেতে হবে। শর্ত হচ্ছে আপনি কোন আধার (বালতি বা অন্য কিছু) ব্যবহার করতে পারবেন না। এখন কিভাবে নিবেন?
৩।কোন নারীর প্রাণ নেই।
৪।ঘর আছে, মানুষ নাই
কথা আছে, ক্লান্তি নাই
৫।একটা ঘড়ি প্রতি ঘন্টায় ২০ মিনিট করে স্লো হয়ে যায়।ঘড়িটা রাত ১২টার সময় ঠিক করা হয়েছিল।এখন দেখাচ্ছে 4 AM। ঘড়িটা যদি ৪(চার) ঘন্টা আগে বন্ধ হয়ে থাকে তাহলে এখন ঠিক কয়টা বাজে??
৬।সকালে হাটে চার পা দিয়ে
দুপুরে হাটে দুই পা দিয়ে
বিকালে হাটে তিন পা দিয়ে
৭।যদি A, B এর ছেলের বাবা হয় তবে B, Aএর কে??
খ গ্রুপ
১।এখানে মোট ১৮টি বল আছে।
বলতে হবে নিচের ছবিতে বলগুলো কোন দিকে গুরছে? ডান দিকে নাকি বাম দিকে?
২।যে বানায় সে কিনে না
যে কিনে সে ব্যবহার করে না
আর যে ব্যবহার করে সে দেখে না
৩।এক পুকুরে দুই রকমের পানি।সেটা কি??
৪।ছয় পায়ে আসি, চার পায়ে বসি, দুই পায়ে ঘষি
সবচেয়ে গ্রীষ্মকালকে বেশি ভালবাসি।
৫।টি বাড়ির ছাদে দুই ঝাক কবুতর উড়িতেছে।
একটি বাড়ির কবুতর অন্য একটি বাড়ির কবুতরদের বলছে, তোদের থেকে একটি কবুতর আমাদের সাথে যোগ দে। আমরা সমান সমান হই।
এ কথার উত্তরে অন্য বাড়ির কবুতর বলছে, না আমরা যাব না। তোদের মাঝ থেকে একটা কবুতর আমাদের এখানে আস। আমরা তোদের দ্বি-গুণ হই।
এখন বলেন দেখি কোন বাড়িতে কয়াটা কবুতর এবং মোট কবুতরের সংখ্যা কত?
৬। একটা ৯ লিটার ও ৪ লিটার পাত্র দিয়ে কিভাবে ছয় লিটার পানি মাপা যাবে??
৭।আমি থাকি খালে বিলে, তুমি থাক ডালে
একদিন দেখা হবে মরনের কালে
গ গ্রুপ (এটা দুই গ্রুপকেই দিতে হবে):
৮।দুই পা ধরিয়া
কুচ কুচ করিয়া
আমার কাম সারিয়া
তোমায় দিলাম ছাড়িয়া
বি: দ্র : সংগৃহীত। উত্তর ও বিজয়ী ঘোষনা রাত ২:১৫ তে।
আগের পর্বগুলা
মধ্যরাতে কয়েকটি মজার ধাঁধা...
১ম পর্বে বিজয়ী অদ্ভুত।
নতুন বছরের শুরুতে কয়েকটি সহজ মজার ধাঁধা...
এই পর্বে বিজয়ী যৌথভাবে অপ্রয়োজন এবং মুক্তপ্রাণ।
৩য় পর্ব
মধ্যরাতে ধাঁধা প্রতিযোগীতা (পর্ব ৩) এইবার ধাঁধাগুলা কিন্তু কঠিন আছে
বিজয়ী যৌথভাবে ব্রাইটসেন্ট্রালএবং মেহেদী_হাসান ।
৪র্থ পর্ব
মধ্যরাতে ধাধা প্রতিযোগীতা- ৪ (১৮++) সংবিধিবদ্ধ সতর্কীকরন : ভুল উত্তর ব্লগের পরিবেশের জন্য ক্ষতিকর
বিজয়ীরা অদ্ভুত, রাজসোহান ও ব্রাইটসেন্ট্রাল।