ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ একটা পাথরের সাথে হোঁচট খেলেন। তো আপনার মেজাজ গেল বিগড়ে। আপনি রেগে গিয়ে আরেক পথচারীকে থাপ্পড় মারলেন। কারন রাস্তায় পাথর ফেলা এটা দেখার কেউ নেই কেন?
কাজটা কতটুকু সঠিক, কোন যুক্তিতে বলতে পারবেন যে আপনি সঠিক কাজ করেছেন? উত্তরটা আশা করি সবাই না বলবেন।
তাহলে আসা যাক হরতাল প্রসঙ্গে-
হরতাল একটি গণতান্ত্রিক অধিকার (আমাদের স্বৈরতান্ত্রিক নেতাদের মতে)।
হরতাল সমর্থন না করাও একটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু যারা হরতাল পালন করতে বাধ্য করে তারা কি সন্ত্রাসী নয়? তারা কি অন্যের অধিকার হরণকারী নয়? তারা কোন স্থরের মানুষ?
আর হরতালে কি হয় সেসম্পর্কে আমরা সবাই অবগত।
হরতালের নামে নৈরাজ্য বন্ধ হোক।
সম-অধিকার প্রতিষ্ঠিত হোক।
লাশের রাজনীতি বন্ধ হোক।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৫