পবিত্র মাহে রমজান প্রায় শেষ পর্যায়ে, তাই রমজান মাস সম্পর্কে কয়েক লাইন লিখতে ইচ্ছা করছে। তবে বলে রাখা ভাল আমি ইসলাম সম্পর্কে স্কলার নই। শুধুমাত্র রমজান মাসে আমাদের কিছু আচরণ নিয়ে আলোকপাত করব। এই তথ্যপ্রযুক্তির যুগে আমরা চাইলে অনেক কিছুই সহজে জানতে পারি। কিন্তু অনেকের মাঝে ইসলাম সম্পর্কে জানার অগ্রহ কম দেখা যায়। তাই আমরা অহরহ ইসলামের সাধারন বিষয়ে ভুল করে থাকি। রমজান আমাদের সংযম এবং সঠিকভাবে ইসলামী অনুশাসন মেনে চলার শিক্ষা দেয়। তাই রোজা রেখে শুধুমাত্র না খেয়ে থাকলে হবে না আমাদের অন্যান্য ইন্দ্রিয় যেমন মুখ ও চোখের সংযম জরুরী।
অনেক ছেলে-মেয়ে থেকে শুরু করে বয়ষ্কদের দেখি সারাদিন রোজা রেখে বসে বসে টিভিতে নাচ গান ইত্যাদি দেখে।
আবার অনেক লোক রোজা রেখে তাদের মেজাজ ঠিক রাখতে পারে না কারনে-অকারনে ঝগড়া-ঝাটি লাগান।
কেউবা সারাদিন রোজা রাখেন কিন্তু ইফতারের পর সেহরির আগ পর্যন্ত হাসের মত খেতে থাকেন।
সবচেয়ে জরুরী আমাদের মাঝে অনেক লোক আছেন যারা রমজানে রোজা রাখেন ঠিকই কিন্তু নামাজ পড়েন না। তাদের উদ্দেশ্যে বলছি ইসলামে রোজার গুরুত্ব নামাজের বেশী নয়। তাই আগে নামাজ এবং অবশ্যই রোজা রাখবেন।
ঈদ অবশ্যই আমাদের জন্য খুশির দিন, কিন্তু ঈদ উপলক্ষে কেনাকাটায় অত্যাধিক খরচ কিন্তু ইসলামের স্পিরিটের সাথে যায় না। আবার আমাদের ছেলে-মেয়েরা ঈদ উপলক্ষে বাজারে গিয়ে যে ধরনের আচরণ করে সে সম্পর্কে আমাদের অভিবাবকরা সম্পুর্ণ উদাসীন।
বিশ্বের অন্যান্য দেশে ক্রিসমাস এলে জিনিষপত্রের দাম কমে কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা তার ঠিক উল্টো রমজান এলে যত পারেন দাম বাড়িয়ে দেন, এটা কোন ধরনের সংযম???
পরিশেষে মাহে রমজান হল তাকওয়া অর্জনের মাস, সওয়াব হাসিলের মাস তাই আমরা যেন রমজানে সওয়াবের জায়গায় গুনাহের কাজ না করি সে বিষয়ে সবার সচেষ্ট হওয়া জুররীView this link