এক বছর পরে আজ সামুতে লগ ইন করলাম, মূলত না করে নিজের বিবেকের কাছে শান্তি পাচ্ছিলামনা। অনেক অভিমান নিয়ে সামুসহ সকল ব্লগ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। কিন্তু এক শাহ্বাগের জাগরণের মঞ্চ আমার বিবেক কে জর্জরিত করে তুলছে। অন্যায় দেখে আমরা সবাই যদি সহ্য করে যাই আর মনে করি কেউ প্রতিবাদ করুক তা হলে কখন ও ই প্রতিবাদ হবেনা। আমি প্রতিবাদ করবো আমি সঠিক হলেই আমার পাশে লাখো প্রতিবাদী কন্ঠ আসবে।
নিজেকে অনেক গর্বিত লাগছে আজ কারণ আমি একজন ব্লগার, খুবই সামান্য, নগণ্য কিন্তু গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি দেখ ঐ যে দামালেরা আন্দোলন করছে আমরা একই পরিবারের সদস্য। দেখ আজ তারুণ্যের শক্তি, অমিত সম্ভাবনার তারুণ্য। মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু আজ ও যুদ্ধের অনেক কিছু বাকী আছে। দেশটাকে এখনও রাজাকার মুক্ত করা হয়নি, সেই দায়িত্ব আমাদের কাধে। আমাদের দায়িত্ব পালন করতেই হবে। রক্ত ঝরে ঝরুক।
পরিশেষে একটা আর্জি জানাবো, আমি জানি অনেক নাম করা ব্লগার ই মান সম্মানের ভয়ে বা কোন কারণে অভিমান করে ব্লগ ছেড়ে দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো "ভাই/ আপুরা নিজের পরিবারে কার উপর অভিমান করবেন? এখন থেকে অত্যাচারীর প্রতিবাদ আমরা সবাই করবো। তাই শুধু শুধু লগ ইন না করে ব্লগে পড়ে যাবেন না। আমাদের যতটুকু সামর্থ তা দিয়ে নিজের দায়িত্ব টুকু রক্ষা করার চেষ্টা করি। শাহ্বাগের ঘটনার পরে অনেকেই আমাদের দিকে চেয়ে আছে। তাদের কাছে ব্লগ কে মহান পর্যায়ে, দাবী আদায়ের প্ল্যাটফর্ম, জ্ঞানের মঞ্চ হিসাবে সবাই তুলে ধরি"
জয় বাংলা, আমার দেশ তোমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ
আমি কে তুমি কে? বাঙালী বাঙালী..........................................