জীবন যুদ্ধে পরাজিত আমি এক বিজিত সৈনিক
সব কিছু হারিয়ে খুজে ফিরি আজ জীবনের মানে।
দূর থেকে দূড়ান্তে, নীরব থেকে নিভৃতে
ছুটে যাই আজ পৃথিবীর গহীনতম সীমান্তে
সুখ নয় শুধু একচিলতে শান্তির আশায়।।
পালিয়ে বেড়াচ্ছি আজ জীবনের সকল কষ্ট হতে
ভয়?..... হ্যা হয়তোবা ভয় ই পাই আমি;
হলাম ই না হয় আজ ভীতু কিংবা কাপুরুষ।
তবু একটু শান্তির আশায়, বেঁচে থাকার আশায়
সকল জঞ্জাল পিছনে ফেলে আমি পালাতে চাই।।
সুখ আর দুঃখ পেতে পেতে আজ ক্লান্ত আমি
তাই আজ মুক্তি চাই, শুধুই মুক্তি।
যেখানে সুখের আবেশ অথবা দুঃখের কষাঘাত থাকবেনা
সংসারের বাঁধন কিংবা বৈরাগ্যের একাকিত্ব থাকবেনা, থাকবে শুধুই শান্তি
হয়তোবা পাবোনা, তবু আজ আমি খুঁজতে চাই, শুধুই একটু শান্তি চাই।।।।
১. ২৭ শে জুলাই, ২০১১ রাত ১২:০০ ০
কবিতায় +
লেখক কে অনিয়মিত লেখা না দেবার জন্য মাইনাস