আচ্ছা তো হৈসে কি যে, গত বছর ব্লগের সিকিউরিটি ম্যান্টেইনেন্স এর সময় আইডির পাসোয়ার্ড চেঞ্জ করার দরকার পরে।আমি আবার কোন ই-মেইল দিয়ে আইডি ওপেন করসিলাম সেটা ভুলে গেসিলাম।ফলশ্রুতিতে প্রায় ১বছর ২মাস ব্লগে লগ ইন করতে পারিনাই।

ঈদ এর দিন কি মনে করে জানি শ্রদ্ধাস্পদ জানা ম্যাডাম


যারা অনুসরন লিস্টে আসেন তাদের পোস্টে গিয়ে না পড়েই কমেন্ট দিয়ে আসছি।

আমার আগের পোস্টে কয়েকটা কমেন্ট এর রিপ্লাই দেই নাই তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখ প্রকাশ করলাম।

ব্লগে এমনেও আসিনা, লগ ইন করতে না পারার কারণে আরো আসা হয়নাই।তবে এখন মাঝেসাঝে ঢুঁ মেরে যাবো।
পোস্টটায় কয়েকশ রিফ্রেশ বাটন ক্লিক মারবো যাতে আলোচিত ব্লগে যায়!

লেইট ঈদ মুবারাক!
