যখন তুমি দাড়িয়ে ছিলে বিধ্বংসের পুনরুত্থানে-
যখন তুমি অপেক্ষায় ছিলে অজানার চূড়ায়;
সর্বগ্রাসী প্লাবনে চারিদিক উত্তাল,
সত্তার আঁকুতি, "বাঁচাও আমায়!"
তুমি ছিলে অসম্ভব একা।
প্রচন্ড হতাশায় তুমি হিম এবং পথভ্রষ্ট বোধ কর কি?
এবং অকস্মাৎ আলোক বিচ্ছুরণ অন্ধ করে দেয় প্রতিটি দেবতাকে, যেন-
অলৌকিক আঘাতে স্বর্গ চূর্ণ হয়ে পরিণত হয়েছে নক্ষত্রে;
তুমি অনুভব করেছ তিক্ত অনুগ্রহের মধ্যাকর্ষণ
পতিত হচ্ছিলে শূণ্যগর্ভে,
ছিলনা কেউ সেখানে বাহুডোরে আবদ্ধ করতে।
প্রচন্ড হতাশায় তুমি হিম এবং পথভ্রষ্ট বোধ কর কি?
তুমি আশান্বিত হয়েছিলে, তবে প্রতিবার মুখোমুখি হয়েছো ব্যর্থতার;
মনে করো প্রতিটি বিমর্ষতা এবং নৈরাশ্যকে-
আর তাদের মুছে ফেলো স্মৃতির কপাট থেকে,
তারা হারিয়ে যাক।
তুমি জন্মে ওঠো ফিনিক্স পাখির ন্যায়॥
লিনকিন পার্ক এর ইরিডেসেন্ট অবলম্বনে