☠ হোইয়া ব্যাসিউ ফরেস্ট:
রোমানিয়া’র ‘বারম্যুডা ট্রায়াঙ্গেল’ নামে পরিচিত এ বনটিকে ঘিরে প্রচলিত আছে নানান ধরনের উপকথা; যেমন - এর গভীরে ঢুকে আর ফেরত আসতে পারেন নি অনেকেই, ইলেকট্রনিক ডিভাইসগুলো কাজ করা বন্ধ করে দেয় এবং এ এলাকার আশে পাশে মাঝে মাঝে ইউ এফ ও দেখা যায় !
☠ লীপ ক্যাসল:
আয়ারল্যান্ডে অবস্থিত লীপ ক্যাসল কে পৃথিবীর সবচাইতে ভূতুড়ে দূর্গ হিসেবে বিবেচনা করা হয়।এটি একসময় হত্যাজজ্ঞ হিসেবে ব্যাবহার করা হতো।আধিভৌতিক কোন কিছু এর চতুর্দিকে পাহারা দেয়ার কাজে নিয়োজিত আছে।
☠ জাটিঙ্গা:
ভারতের এ জায়গাটিতে তেমন ভূতুড়ে কিছু ঘটেনা।শুধুমাত্র প্রতি বছরের সেপ্টেম্বার থেকে অক্টোবার মাসে প্রচুর সংখ্যাক পাখি এখানে এসে আত্মহত্যা করে, আর সেটিও সন্ধ্যা ৭টা থেকে ১০টার মধ্যবর্তী সময়ে !
☠ ক্যাটাকুম্ব:
প্যারিসের ভূ-গর্ভস্থ সমাধিস্থলটিতে প্রায় ৬০লক্ষ মানবদেহের হাড় রয়েছে ! পুরো স্থান জুড়েই রয়েছে মৃত্যুর ছোঁয়া।সমাধিস্থলটির একাংশে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ আছে।
☠ অ্যাকোদেস্সেওয়া ফেটিশ মার্কেট:
টোগোর এ বাজারে পাওয়া যায় নানান ধরনের পশুর শুকনো হাড়গোড়।দেশীয় ধর্মরীতি পালন করার জন্য সে দেশের মানুষেরা এসব পবিত্র মূর্তি হিসেবে ব্যাবহার করে থাকে।
☠ কাবায়ান মম্মি কেভস:
ফিলিপাইনের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এ মনুষ্যনির্মিত গুহাটিতে রয়েছে চমৎকারভাবে সংরক্ষিত প্রচুর সংখ্যাক মম্মি।
☠ আইল্যান্ড অফ দ্যা ডলস:
মেক্সিকোর যোহিচিমিলকো দ্বীপের মধ্যে অবস্থিত এক খালে দূর্ঘটনায় এক ছোট্ট মেয়ের মৃত্যু ঘটে।এরপর থেকেই দেখা যায় যে খালের পানিতে ভেসে অনেক পুতুল দূর্ঘটনাস্থলে এসে জমা হয়।দ্বীপের অধিবাসীরা মৃত মেয়েটির আত্মার তুষ্টির জন্য পুতুলগুলো তুলে গাছের সাথে বেঁধে দেয়।
☠ ক্রাইজিউ কালনাস:
যুদ্ধে মৃতদের দেহ সমাধিত করার জন্য লুথিয়ানায় এক সমাধিস্থল তৈরী করা হয়।
জনসাধারণের অনুরোধে সোভিয়েত ইউনিয়ন জায়গাটিকে বুলডোজার দিড়ে প্রায় দ্বিগুন করে।সেখানে এখন প্রায় ১লক্ষ ক্রস রয়েছে যা রীতিমতো শিহরণ জোগায়।
☠ দি আফার ডিপ্রেশান:
পূর্ব আমেরিকায় অবস্থিত এ জায়গাটিতে প্রাকৃতিক দূর্যোগ প্রতিনিয়তকার একটি ঘটনা।আপনি কোন একখানে দাঁড়িয়ে আছেন, আপনার পায়ের নীচের মাটি যেকোন সময় গায়েব হয়ে যেতে পারে ! ভূ-কম্পন এখন-তখনই সংঘটিত হচ্ছে।আর সবচে ভীতিকারক ব্যাপারটি- দি আফার ডিপ্রেশান হলো বিশ্বের সবচাইতে বড় লাভা লেক এর আবাসস্থল; যার নাম আর্টা এইল !!
☠ দ্যা মাটার মিউজিয়াম:
পেনসিলভ্যানিয়া’র দ্যা মাটার মিউজিয়ামটি ব্যতিক্রমধর্মী শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ প্রদর্শনী করে থাকে।এখানে রক্ষিত অদ্ভূতুড়ে মূর্তি, ভ্রূণ, হাঁড়-গোড়ের সম্ভার রীতিমতো গায়ে কাঁটা দেয় !
☢ চায়নার এক বৃদ্ধার মাথায় আশ্চর্যজনকভাবে শিং এর ন্যায় এক অঙ্গ গজায় ☢
Bubbye Somewhere in … BLog, it’s been an awesome journey
