❂ সুইজারল্যান্ডে অবস্থিত আরনিজ লেক হলো ঠিক তেমনি আরেকটি স্বচ্ছ জলাভূমি।
❂ দ্যা ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম, লন্ডন।
❂ জাপানে অনুষ্ঠেয় উইন্টার লাইট ফেস্টিভ্যাল।এতে প্রায় ৭০ লক্ষ এলইডি বাতি ব্যাবহার করা হয়েছিল !
❂ মধ্যসমুদ্রে ভাসমান স্থাপনা- আর্ক হোটেল (চায়না)।
❂ হাওয়াই এ অবস্থিত একটি আগ্নেয়গিরির গলন্ত লাভা যখন পানির সাথে যুদ্ধে লিপ্ত হয় !
❂ পর্তুগালে অবস্থিত নয়নাভিরাম ফোর্ট ডি সেইন্ট জন দ্যা ব্যাপটিস্ট বেরলেঙ্গা আইল্যান্ড।
❂ সমুদ্রে দানবাকৃতির ঢেউগুলো নীচের রুপ আগে কখনো দেখেছেন কি ?
❂ ইথিয়োপিয়ার এর্টা এইল এর আগ্নেয়গিরিটি সবসময়ই জ্বলন্ত অবস্থায় থাকে।
❂ ইথিয়োপিয়ার আকাশে বর্ণিল মেঘ টুকরো।
❂ আমাদের নীলগিরি।
❂ পলিনেশিয়ায় অবস্থিত নির্মল সৌন্দর্য্যের আধার বোরা বোরা দ্বীপ।
❂ পাথর খোদাই করে স্থাপিত তানাহ লট মন্দিরটি বালি, ইন্দোনেশিয়ায় অবস্থিত।
❂ ৯৮০ ফুট গভীরতা বিশিষ্ট স্ফটিকের গুহাটি নাইকা, মেক্সিকোতে অবস্থিত।
❂ সূর্যাস্তের সময়ে এক খন্ড ল্যাভেন্ডার বাগান।
❂ সামহোয়্যার ইন ... ব্লগ এর বিস্ময়তা: এ ভূতটা কে ?