আজকের প্রথম আলোর সংবাদ। বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল থাকার সুসংবাদের দিনে আরো একটা গুরুত্বপূর্ন সংবাদ। শেখ হাসিনার এই পুরস্কার প্রাপ্তিকে আপনারা কে কিভাবে দেখছেন? নিচে বিস্তারিত সংবাদটি প্রথম আলোতে যেভাবে এসেছে সেভাবেই তুলে দিলাম।
গণতন্ত্র ও বহুত্ববাদকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধী শান্তি পুরষ্কার দেওয়া হবে। আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের বৈঠকে এই পুরষ্কারের জন্য শেখ হাসিনার নাম মনোনীত করা হয়।
আগামী মাসে শেখ হাসিনার ভারত সফরের সময় তার হাতে এই পুরষ্কার তুলে দেওয়া হবে বলে জানা গেছে। দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠায় তিনি যে সাহসী ভূমিকা রেখেছেন তার স্বীকৃতি হিসেবে এই পুরষ্কার দেওয়া হচ্ছে। পুরষ্কার হিসেবে দেওয়া হবে ২৫ লাখ রুপি ও মানপত্র।
উল্লেখ্য, গত বছর নির্বাচনে বিপুল জয় লাভের পর শেখ হাসিনা দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে রূপকল্প-২০২১ ঘোষণার মাধ্যমে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করার উদ্যোগ গ্রহণ করেছেন। এর আগে ক্ষমতায় থাকাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যা সমাধান করে শান্তি প্রতিষ্ঠা করেছেন।
লিঙ্ক: Click This Link
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:১৬