ঠিক যেদিন আমি প্রথম পোস্ট দিই , সামু আমাকে বলল আপনিতো নতুন ব্লগার , আপনার লেখা প্রথম পাতায় প্রকাশিত হবেনা ।
আমি উদাসী গলায় বললাম , সমস্যা নাই । ২য় পাতায় লেখা প্রকাশিত হলেও আমি মাইন্ড খাবো না । প্রকাশিত হলেই হলো ।
কিন্তু একি ! ১ম পাতায় ঠাঁই হবে না মানলাম কিন্তু লেখা ২য় পাতায় নেই , ৩য় নেই , ৪র্থ তে নেই , কোথাও নেই , কেন নেই ?
সামু বলেছিল , আপনার কোন সমস্যা লাগলে মেইল দিবেন , ঠিকাছে ?
আমি মেইল লিখলাম , ডিয়ার সামু , আমি কি পোস্ট করতে কোন সমস্যা করেছি , কেন আমার লেখা পরের পাতায় উঠলনা ।
সামু বলল , আচ্ছা আপনার সমস্যা শুনলাম , এই নেন নাম্বার , ৩ দিনের মধ্যে সমস্যার উত্তর না বললে এই নাম্বার দিয়ে মনে করিয়ে দিবেন , ঠিকাছে ?
তারপর ৩ দিন পরেই জেনারেল না পারভীন লেখা খুজে পান ২১ তম পাতায় । আজো হাসি এই ঘটনা মনে হলে ।
তারপর ১ বছর পেরিয়ে যাচ্ছে প্রায় । এখনো ব্লগ লিখতে গেলে অনেক অনেক সমস্যা । কোন ছবিটা দিব ? কোথায় ছবি পাব ? লেখাটাতে কি মূল বক্তব্য বুঝা যাচ্ছে ? লিংক কিভাবে যুক্ত করে ? ধানের ফুল কে কি বলে ? ইত্যাদি শত শত প্রশ্নের সমাধান মুহুর্তে সমাধান হয়ে যাচ্ছে যাদুর মত এক রিলেশন থেকে ।
আমি তাঁর মায়ায় জড়িয়ে গেছি । এবং আর সব ব্লগারের ও মায়ায় ।
এই মায়ার এক বছর পূরণ হয় হয় ।এই দিনে দরকার ছিল একটা সংকলন পোস্টের । কে কিভাবে প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে পোস্ট লিখেছেন সেটা থাকবে ওখানে । যেগুলো পড়ে আমি এই দিনে কি লিখতে হয় আইডিয়া পাব । ব্লগে প্রচুর সংকলন পোস্ট । কিন্তু প্রথম বর্ষপূর্তি নিয়ে কি কোন সংকলন পোস্ট কেউ দিয়েছে ?
কিন্তু এরকম কিছু আছে কিনা না জেনেই লিখতে বসে গেলাম ।
পেশায় আমি ডাক্তার । সিরিয়াস বিষয় নিয়ে এই নিক থেকে লিখি । আমাদের রোগীরা রোগ সিরিয়াস না বানিয়ে আসেনা ।
সব সময় কি সিরিয়াস থাকা যায় ?
আমার এসিস্টেন্ট পান্না আমাকে কাতর মুখে বলল , “ ম্যাডাম আমাকে কয়েকটা ওষধ লিখে দেন “
>কেন , তোর কি হয়েছে , সারা দিন দেখলাম ভাল ।
>>ম্যাডাম আমার ঘুম আসেনা , খেতে ইচ্ছে করেনা , সে যার পর নাই করুণ কন্ঠে বলল ।
> বাহ বাহ , ঘুম ও আসেনা , খেতেও ইচ্ছে করেনা । তুই আহার নিদ্রা সবকিছুর থেকে মুক্তি পেয়েছিস রে , মানুষ সাধনা করে যাচ্ছে এই থেকে মুক্তি পাওয়ার জন্য । হাহাহা ।তুই তো নির্বান লাভ করে ফেলেছিস । এটা তো সহজ ব্যাপার না রে পান্না ।
পান্না চোখ সরু করে আমার দিকে তাকিয়ে রইল । সে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে । তারপর ভ্যাবচ্যাকা ভাব কাটিয়ে সে বোকার মত হাসতে লাগলো আর আমি ও ।
কিন্তু কত রোগী আছে তাদের কথা শুনলে ডাক্তার ই ভ্যাবাচ্যাকা খেয়ে যান ।
এক টোনাটুনি দম্পতি বসে আছেন চেম্বারে । ওয়াইফ নতুন প্রেগনেন্ট । আমার নিরস অবিদারী কথায় ও তারা হাসতে হাসতে গড়িয়ে পড়ে যাচ্ছে ।
আমি উদাশ ভাবে ভাবলাম ,এরা সম্ভবত অত্যন্ত আনন্দিত । আনন্দের কারণ স্পষ্ট । সন্তান আসবে এই জন্য আনন্দ । দুটা সময়ে বেশি ভুল করে এক যখন বেশি আনন্দে থাকে আর দুই হল যখন বেশি দুঃখে থাকে । তখন তাদের লজিক এলোমেলো হয়ে যায় ।
গর্ভবতীদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় । আমি এগুলো মুখে বলে দিব যাতে এরা ভুল না করে ।
“ প্রেগনেন্সীতে প্রচুর পানি খেতে হবে । আর পানি টা হতে হবে বিশুদ্ধ । কারণ পানি বাহিত অসুখ টায়ফয়েড , জন্ডিস তাহলে হবেনা । ফুটানো পানি পান করবে । পানি ফুটানোর নিয়ম আছে , বলক উঠার পরো আরো ১০ মিনিট ফুটাতে হয় ।
>> ম্যাডাম ফিল্টারের পানি পান করলে হবে না ? আমরা পিউরিটের পানি খাই । ১ লিটার পানি থেকে ১ কোটি জীবানু মারে , দেয় ফুটানো পানির মতোই বিশুদ্ধ পানির নিশ্চয়তা ।
ডাক্তার পুরাই ভ্যাবাচ্যাকা । কি বলবেন , ভাষা নাই । টিভিতে দেখানো পুরা পিউর ইটের বিজ্ঞাপন লাইন বে লাইন ।
ডাক্তারকে তাজ্জব করে দিতে পেরে টোনাটুনি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাওয়ার মত অবস্থা । তাদের ডাক্তার ও চোখের চশমা ঠিক করে হাসছেন । হাসি ছোঁয়াচে রোগ ।
থাক আজ ডাক্তারি রিলেটেড আলোচনা বাদ । ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে । আজ ধান ভানা অফ থাকুক ।
আমার বন্ধু আরু মিয়া ( খেয়া ঘাট) কি এক রাবিন্দ্রিক মেয়ে যার নাম লাবন্য , তার ফ্রেমে ফড়ে গল্প লিখে যাচ্ছে । সংগে কি সব ধাঁধাঁ দিয়ে দিচ্ছে কঠিন কঠিন । গল্প পড়ে ওগুলো ভাংগাতে হবে । নাহ , আমার একটাও হয়না ।
আমি এখন কয়েকটা প্রশ্ন লিখবো
আমার প্রশ্ন উত্তর খুব সহজ । প্রশ্ন করা হবে স্পেসিফিক বল্গারকে ।
প্রশ্ন শুরু
১) ব্লগার মনিরা সুলতানা কে প্রশ্ন , জাদুর মত মায়াবি রিলেশন বলতে উপরে কার সাথে রিলেশন বুঝানো হয়েছে ? কে সেই জন যিনি শত শত সমস্যা কোন প্রকার বিরক্ত না হয়ে আগ্রহ নিয়ে সলভ করে দেন ।
২) ব্লগার গিয়াসলিটন এর কাছে প্রশ্ন , কার ফুটপ্রিন্ট পড়েছে সবার আগে আমার ব্লগে ?
৩)ব্লগার এম এম কামাল ৭৭ এর কাছে প্রশ্ন , কে আমাকে ২০১৩ সালের শ্রেষ্ঠ ব্লগারের পুরষ্কার দিয়ে দিয়েছেন ?
৪) ব্লগার শিক কাবাবের কাছে প্রশ্ন , কে আমাকে লেখার মাথামুন্ডু কিছুই বুঝা যাচ্ছেনা বলে বকা দিয়েছেন ? ( হিহিহি)
৫) আমার ব্লগের সুক্ষ্ণ আর আঁতেল ব্লগার আমি কাকে মনে করি , যার ভয়ে আমি লেখায় কিছু এনাটমি , ফিজিওলজি , প্যাথলজি ঢুকাই ???????? এই প্রশ্ন ব্লগার হাসান মাহবুবের কাছে ।
প্রিয় প্রিয় ব্লগারদের আরো অনেক প্রশ্ন করার ছিল কিন্তুপাঁচ একটা ম্যাজিক সংখ্যা তাই পাঁচের বাহিরে প্রশ্ন আর করব না ।
কিন্তু টেলিপ্যাথীর মতই ভাল লাগা পৌঁছে গেছে প্রিয়জনদের কাছে গত ১ বছরে , কারণ ভালবাসা আর ঘৃণা একেবারেই বিপরীত ধর্মী অনুভূতী হলেও এদের মধ্যে একজায়গায় আছে মারাত্নক মিল ।
দুটোই বেশিদিন গোপন রাখা যায় না ।
এবার অন্য রকম এক গল্প করি । মাস ছয়েক আগে এক বৃদ্ধের সাথে আমার দেখা হয় । যাকে আগে কোনদিন আমি দেখিনি । তিনি আমাকে বললেন ,
" নার্গিস , তুমি কি তোমার ক্ষমতা সম্পর্কে জান ?"
হ্যাঁ বা না নয় , চুপ করে থাকাটাই ছিল সবচেয়ে বুদ্ধিদীপ্ত উত্তর । তাই আমি চুপ করে থেকে পরবর্তি কথাটা শুনার জন্য অপেক্ষা করে রইলাম ।
তিনি বললেন , তুমি যদি গ্রামের কোন মহিলাকে বল তার সন্তান কে স্কুলে পাঠাতে । তাহলে সে সন্তানের ভাগ্যটাই বদলে যাবে । মাবাবা চিন্তা করবে ডাক্তার আপা বলছে একটা কথা , আমরা আপ্রান চেষ্টা করব ।
আমি হাসলাম । হাসির অর্থ হল , আমি জানি স্যার । তবুও মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ । আমাদের সবার আছে এক বিশাল ক্ষমতা ।
জগত সংসারের এই খেলা ঘরে আমি এক খেলা খেলি , আমার পজেটিভ শক্তিকে কাজে লাগিয়ে , সেটা হল জোড়া দেয়ার খেলা ।
জোড়া দেয়ার এই খেলায় পাশে চাই সবাইকে ।
সবার জন্য শুভকামনা । ভালবাসায় ঘিরে থাকুক সবার জীবন ।