
Emperor penguinবাবা।
এদের মায়েরা ডিম দিয়ে চলে যায় সাগরে। বাকি কাজ করে বাবারা। এন্টার্টিকার প্রচন্ড ঠান্ডায় এরা ডিম আগলে রাখে।
Giant water bug বাবা।
এরা বেশ হিংস্র শিকারি। শিকারকে বিষ দিয়ে অবশ করে ফেলে। কিন্তু বাবা হিসেবে একেবারে মোলায়েম। মা Giant Waterbug ডিম পেরে বাবা Giant Waterbug এর পিঠে বোঝাই করে দেয়। ব্যস বাবা পেলেপুলে বড় করে। ১-২টা না ১৫০টা বাচ্চা !!!!!!

Seahorse বাবা
এদের প্রজনন পদ্ধতিটাই উল্টো। মিলনের পর বাবা'র পেটেই ডিমগুলো ঢুকিয়ে দিয়ে যায় মা Seahorse। এরপর বাচ্চা হওয়ার আগ পর্যন্ত বাবাই সামলে রাখে। তবে মাঝে মাঝে কিছু ডিম সে হজম করে ফেলে। আসলে ভুল তো হতেই পারে

Lumpsucker বাবা
এদের বাবারা বাচ্চা ছাড়া থাকতেই পারে না। এদের গায়ে সাকশান কাপের মতো কিছু জায়গা থাকে। যার মাধ্যমে এরা কোনো বস্তুর সাথে লেগে থাকতে। তো এভাবেই ওরা মেয়ে Lumpsucker এর ডিমের একেবারে কাছে আঠার মতো লেগে থাকে। ডিম ফোটার আগ পর্যন্ত এভাবেই থাকে।
Frog and toad বাবারা
এই বাবারা অনেক ত্যাগ স্বীকার করে। মুখে করে বেঙ্গাচি নিয়ে ঘুরে বেড়ায়। বড় হওয়ার আগ পর্যন্ত কিচ্ছু খায় না। আবার toad নামের আরেক ধরণের ব্যাঙ চামড়ার নিচে ডিম নিয়ে ঘুরে বেড়ায়। বাবাদের কীর্তি এসব !!!!!!!!!!!

Jacana বাবা
এই বাবারা নীড় বানায়, ডিমে তা দেয়, বাচ্চাকে নিজ দায়িত্বে বড় করে। অবশ্য এই বাবাদের জন্য দুঃখ হয়। কারণ যখন সে এই কাজগুলো করে সে সময় মা Jacana অন্য পুরুষ সঙ্গীদের সাথে ফ্লার্ট করে


Arowana বাবা
এরা মাছের মধ্যে অন্যতম দায়িত্বশীল বাবা। এরা ডিমের রক্ষা করার পাশাপাশি ডিমকে মুখে নিয়ে ঘুরে বেড়ানোর ব্যাপারে বিশেষ সুখ্যাতি আছে। কিছু Arowana বাবা ১০০ এর বেশি ডিম মুখে রাখতে পারে।
Rheaবাবা
এটা দক্ষিণ আমেরিকান একধরণের উটপাখি। এদের মায়েরা ডিম দিয়ে চলে যায়। তারপর বাবাগুলো প্রায় ৬০ টা পর্যন্ত ডিম একসাথে দেখভাল করে। মোটামুটি ২ বছর ধরে এই দেখাশুনা চলে।
Wolf বাবা
হিংস্রতার জন্য সুখ্যাতি আছে। কিন্তু পরিবারের ব্যাপারে এরা খুব গোছালো। স্ত্রী সন্তানের ব্যাপারে খুব যত্নবান। স্ত্রী Wolf বাচ্চা দেয়ার পর খুব অসহায় থাকে আর বাচ্চা ছেড়ে কোথাও যেতেও চায় না। তখন বাবা Wolf সমস্ত কাজেকাই সামলে নেয়। শিকার করা, বাচ্চা ও মায়ের নিরাপত্তা দেয়া সহ সব। এদের পরিবারগুলোও ছোটো। বাবা-বাচ্চা-মা।
আসলে সব বাবাই স্নেহপ্রবণ। প্রাণীকুলেও একই।
তাই আজকে জীব জগতের সব বাবাদের শুভেচ্ছা।