প্রথমে অপ্রাসঙ্গিক ভাবে বলে নিই এবারে ফিফা কাপে ৩২ দেশের মধ্যে Nike বানিয়েছে ১০ টা দেশের পোশাক, Adidas ৯ টা, Puma ৮ টা, Burrda, Marathon, Uhlsport, Joma, Lotto বানিয়েছে একটা করে দেশের পোশাক।
এবারে প্রসঙ্গে আসি। কেবল স্টেডিয়াম আর সৌন্দর্য্য নিয়ে বলব।
ব্রাজিল একসময় UK of Portugal এর এক বিশাল অংশ ছিল। এরপর ১৮২২ সালের ৭ সেপ্টেম্বর স্বাধীন হয়ে যায়। পরিণত হয় ব্রাজিল সাম্রাজ্যে। বর্তমান ব্রাজিলে পরিণত হয় মানে প্রজাতন্ত্রে পরিণত হয় ১৯৮৮ তে। এটাই পৃথিবীর সবচাইতে বড় পর্তুগিজ ভাষাভাষী অঞ্চল। লাতিন আমেরিকান এই দেশটির অফিশিয়াল নাম তাদের অফিসিয়াল ভাষায় (পর্তুগিজ) República Federativa do Brasil যা ইংরেজীতে Federative Republic of Brazil।
ব্রাজিলের কিছু বিখ্যাত নিদর্শন দেখাই প্রথমে।
ব্রাজিলের জাতীয় কংগ্রেসের ছবি।
বিশ্ববিখ্যাত আমাজন।
বিখ্যাত আমাজনের বিখ্যাত জাগুয়ার।
মাতো গ্রোসো দু সুল প্রদেশের বোনিতো শহরের নদীগুলো স্বচ্ছ পানির জন্য বিখ্যাত।
ব্রাজিল আর্জেন্টিনা সীমান্তের ইগুয়াযু জলপ্রপাত। পর্যটকদের খুব প্রিয় জায়গা। পৃথিবীর অন্যতম সুন্দর সৈকত স্যাঞ্চো বে।
পর্যটকদের অন্যতম আকর্ষন রিও ডি জেনিরো।
চাপাদা দিয়ামান্তিনা। ব্রাজিলের শীলালিভূত পাহাড়ের ছবি বাহিয়া থেকে।
Recife শহর
পারাতি
Ouro Preto মানে কালো স্বর্ণ।
Teatro Amazonas বা আমাজন থিয়েটার। মানাউসের একটা অপেরা হাউস। রিও'র বিখ্যাত ক্রাইস্টের স্ট্যাচু Christ the Redeemer যা ৭০০ মিটার উঁচু।
পৃথিবীর ২য় দীর্ঘতম নদী আমাজন নদী। নীল নদের চেয়ে সামান্য ছোট। ৪০০০ মাইল লম্বা।
এবার আসি স্টেডিয়ামে... ... যেগুলোতে খেলা হবে।
মারকানা। ধারণ ক্ষমতা ৭৮,৮৩৮ জন। এখানে ফাইনাল হবে
অ্যারেনা করিন্থিয়াস ধারণ ক্ষমতা এখনও ৪৮ হাজার তবে বিশ্বকাপে প্রায় ৬৮০০০ হবে। কাজ চলছে।
মিনেইর্যাও। ধারণ ক্ষমতা ৬৪০০০।
এস্টাডিও নাসিওনাল দ্য ব্রাসিলিয়া মানে গারিঞ্চা। ধারণ ক্ষমতা ৭১,৪১২ জন। ২০১৩তে খোলা। কাজ চলছে।
অ্যারেন কাসেলাও এর দু'টো ছবি। ধারণ ক্ষমতা ৬৩,৯০৩ জন। অ্যারেনা ফন্টে নোভা। ধারণ ক্ষমতা ৫৩,৭০০ জন। ২০১৩ তে খোলা। কাজ এখনও চলছে।
এস্টাডিও বেইরা রিও। ধারণ ক্ষমতা ৫০,০০০ জন। এতেও কাজ চলছে। নতুন রূপ দেয়ার জন্য।
অ্যারেনা পারনাম্বুকো। ২০১৩ তে খোলা। ধারণ ক্ষমতা ৪৬,০০০ জন।
অ্যারেনা দ্য আমাজোনিয়া। এটার আগের নাম ভিলভালদাও। ৪৪,৫০০ জন ধারণ ক্ষমতার স্টেডিয়াম।
অ্যারেনা পেন্টানেল। এর অনেক কাজ বাকি। ২০১৪ তে খোলা। এখনও ধারণ ক্ষমতা ২৮০০০ জন। পরে ৪১৯৩০ জন আশা করা যায়।
অয়ারেনা দাস দুনাস। এরও অনেক কাজ বাকি আছে। ২০১৪ তে খোলা। ধারণ ক্ষমতা এখন ৩৩০০০ জন। কিন্তু পরে হতে পারে ৪৩০০০ এর মতো।
শেষেটা হল অ্যারেনা দ্যা বাইযাদা। ১৯৯৯য়ে খোলা। ৪১৪৫৮ জন ধারণ ক্ষমতার স্টেডিয়াম।
আসলে মজার ব্যাপার প্রত্যেকটা স্টেডিয়ামেরই উন্নয়ন কাজ চলছে এখনও। কোনোটা নতুন হচ্ছে। কোনোটা মোডিফাইড হচ্ছে। কিছু আছে উদ্বোধন হয়ে গেছে। কিছু আছে মানে যেগুলো ২০১৪ তে উদ্বোধন হবে, তাদের প্রথম খেলাই হবে বিশ্বকাপে।
যাক গে ... অনেকক্ষণ লিখলাম আর হবে না।। যাই গে এখন...
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৪ রাত ১:২১