আজকাল প্রায় সব বড় বড় সাইটেরই একটা ডেডিকেটেড মোবাইল অ্যাপ থাকে। যেমন বিবিসি, সিএনএন অথবা নিউ ইয়র্ক টাইমস সবারই মোবাইল অ্যাপ আছে যার মাধ্যমে আপনি ওইসব সাইটের সব খবর পেতে পারবেন ব্রাইজারে না ঢুকে। এমনকি দেখলাম আমাদের দেশেও এর চল শুরু হয়েছে সম্প্রতি। দৈনিক প্রথম আল এইত সেদিন অ্যান্ড্রয়েড অ্যাপ ছাড়ল গুগল প্লে স্টোর এ। এখন ওটা দিয়ে প্রথম আল পড়া আরও সহজ হয়ে গেল। এতে তাদের পাঠক সংখ্যা আরও বাড়বে বলেই মনে হয়।
সামহোয়্যারইন ব্লগ যেহেতু দেশের সবচেয়ে বড় ব্লগ, তাই সবার আগে এই ব্লগটিই এমন সুবিধা পাঠকদের/ব্লগারদের দেবে এইটুকু আশা করা কি যায় না? সম্প্রতি সামহোয়্যারইন যেহেতু নতুন একটা ইন্টারফেস আমাদের উপহার দিয়েছে তাই বোঝা যায় কতৃপক্ষের যথেষ্ট সদিচ্ছা আছে ব্লগটিকে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক হিসেবে উপস্থাপন করার। আর এই যুগে সবার হাতেই অ্যান্ড্রয়েড, আইফোন অথবা নিদেনপক্ষে এমন একটা সেট আছে যেটায় ইন্টারনেট চালান যায়।
কেন দরকার মোবাইল অ্যাপ?
মোবাইলের ছোট স্ক্রিনে অনেক সময় সাইটে নেভিগেট করা কঠিন হয়ে যায়। আর স্ক্রিনের সাইজ ছোট হবার কারনে সব ফিচার হাতের কাছে থাকে না, স্ক্রল করতে করতেই সময় শেষ হয়ে যায়। একটা ভালভাবে ডিজাইন করা অ্যাপ এই সমস্যাগুলো দূর করতে পারে। ধরুন ছোট ছোট মেনু থাকবে যেখানে আপনি দুই ক্লিকে আপনার ড্রাফ্ট, প্রিয় পোস্ট, ইত্যাদি সব অ্যাক্সেস করতে পারবেন। আমি তো আর ডিজাইনার না তাই ভালো করে ব্যাখ্যা দিতে পারলাম না। উপরে উল্লেখিত যেকোনো একটি অ্যাপ যারা বাবহার করেছেন তারা হয়ত বুঝেছেন আমি কেমন ডিজাইনের কথা বলছি।
প্রস্তাব
তাই আমার সুপারিশ, ৩টি আলাদা মোবাইল অ্যাপ বানানো হোক। একটি অ্যান্ড্রয়েড ভার্সন, একটি আইফোন এবং একটি জাভা অথবা সিম্বিয়ান নকিয়ার স্মার্টফোন গুলির জন্য। যদিও উইন্ডোজ মোবাইলও আছে তবে আপাতত ওটায় হাত না দিলেও হবে কারন বাংলাদেশে খুব বেশী ইউজার নেই।
ব্লগে কোন ডেভেলপার ভাই, যাদের অ্যাপ বানানোর অভিজ্ঞতা আছে তারা সাহায্য করবেন আশা করি। গ্রাফিক্স ডিজাইনাররা ইউজার ইন্টারফেসের ব্যাপারে সাহায্য করতে পারেন। এছাড়া সবাই নিজের মতামত দিতে পারেনে এ ব্যাপারে।
আশা করি কতৃপক্ষ আমার আর্জিটা ভেবে দেখবেন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৪:২৭