রাস্ট্রের বিশাল টাকা হ্যাক হয়েছে তা প্রায় কয়েক দিন হয়ে গেল বলে। কিন্তু এর মধ্যে দেখেছি সরকার পক্ষের একদল অন্য দলকে দোষারোপ করছে,এমনকি মন্ত্রী পর্যায়েও, তারা একে অন্যর দিকে কাদা ছুড়াছুড়ি তে ব্যাস্ত। আবার অপ্রত্যাশিত ভাবে কেন্দ্রীয় ব্যাঙ্ক গভর্নর পদত্যাগ করেছেন, আমাদের দেশে এটা অস্বাভাবিক বটে। এখন কথা হচ্ছে সরকার এই বিষয় ঢাকার জন্য কি নতুন নাটক রচনা করার ফন্দি আঁটছে?
নিচের কিছু পয়েন্ট লক্ষ্য করলে তা স্পস্ট হয়ে উঠবে---
(১) টাকা হ্যাক হয়েছে ১ম দিকে নাটকীয় প্রচারণা।
(২) গোয়েন্দা কর্মকর্তারা বিষয়টি নিয়ে তদন্ত নামার পরপর অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের পাল্টাপাল্টি বক্তব্য।
(৩) হঠাৎ করে গভর্ণর অাতিউর রহমানের পদত্যাগ।
(৪) প্রযুক্তিবিদ তানভীর অাহমেদ জোহান রাজধানীর কচুক্ষেত থেকে রাত ১টার দিকে গুম হওয়া।গুম হওয়ার অাগে জোহান বলেছিল ব্যাংক হ্যাকিং নিয়ে কিছু সত্য বিষয় ফাস করাতে তার অপর একটি মহল কেপেছে...।
জোহানের পরিবার থানায় মামলা করতে চাইলে পুলিশ তা গ্রহণ করিনি।
(৫) বিভিন্ন ব্যাংকের প্রযুক্তি নিরাপত্তা বিশ্লেষনে কর্মরত ব্যক্তিরা তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে মন্তব্য করছেন যে,এর জন্য বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত।
(৬) যুক্তরাষ্ট্রের রিপোর্ট অনুযায়ী তাদের বাংকে গচ্ছিত রাখা বিভিন্ন দেশের টাকা হ্যাক হয়েছে এরকম ইতিহাস পূর্বে কখনো ঘটেনি।এবং তাদের সিকোরিটি সিস্টেম এতো অত্যাধুনিক যে তা ভেদ করা হ্যাকরদের জন্য কঠিন।
(৭) প্রুযুক্তি বিশেষজ্ঞদের মতে সুইফ কোড অাগে থেকে হ্যাকারদের কাছে পাঠানো হতে পারে।এছাড়া এটা অসম্ভব।
(৮)অর্থমন্ত্রীর মতে এই ব্যাংকে ছয়টি সিকোরিটি প্লেট অাছে যেগুলো নাকি ছয় ব্যক্তির হাতের চাপ ছাড়া open করা অসম্ভব।হাতের চাপ ছাড়া টাকা পাবার কোন চান্স নেয়।
(৯) সুরন্জিত সেনের মন্তব্য যে,অর্থমন্ত্রী সন্দেহের বাইরে নন।যেহেতু তিনি এর দায়িত্বে।
(১০)বাংলাদেশের গোয়েন্দা সংস্হার তদন্ত্য অনুযায়ী শক্রুবারের পর থেকে ব্যাংকের সার্ভারের অনেক তথ্য অাচানকভাবে গায়েব।এমনকি সিসি ক্যামেরাগুলি ঠিক
জায়গায় নেই।গোয়েন্দাদের কথা হলো অাগে দেশের ভিতরের ব্যাংকের কর্মকর্তাদের উপর জোড়ালো তদন্ত্য হবে, তারপ বাইরের দেশে।এজন্য সহায়তা করবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিঅাই।ইতিমধ্যে ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ যাবার পাসপোর্ট জব্দ করেছে পুলিশ।
পরের নাটকে থলের বিড়াল বেরিয়ে অাসবে অাশা করি।ইনশাঅাল্লাহ,যদি শয়তানেরা কৌশল ঠিকমত কাজ না করতে পারে তাহলে সবগুলো ধরা পড়বে।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৬