১। জানা

ব্লগে ঢুকতেই আপনি খেয়াল করবেন উপরে ডানদিকে একটা রিক্সা চোখে পড়বে। সেই রিক্সা কিন্তু খালি। আপনি যদি সেই রিক্সায় কোনো মানুষ দেখতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে জানার ব্লগে। চোখ রাখুন তার প্রোফাইল পিকচারে। হা, সেটা জানারই প্রোফাইল পিকচার। আমার মনে হয়, তিনি রিক্সায় চড়ে ঘুরে বেড়াতে খুব পছন্দ করেন।
২। ফিউশন ফাইভ

আপনি কি জানেন বাংলার বাঘ কে? না জানলেই সমস্যা নাই! ব্লগের বাঘ কিন্তু এই ফিউশন ফাইভ এই। এই যে দেখুন না, তার প্রোফাইল পিকচার এই কিন্তু বাঘের ছবি দেয়া। আমরা যদি খুব ভালোভাবে তার ছবিটা পর্যবেক্ষণ করি , তাহলে দেখা যাবে যে তার বাঘ কিন্তু কালো। সাথে তার ফটোশপের হাত ভালো বলে বাঘের কিছু অংশ লাল করে দিয়েছেন। এবার আমরা দেখি , আসল বাঘ টা কোথা থেকে নেয়া:

৩। অন্যমনষ্ক শরৎ

তার প্রোফাইল পিকচার দেখলেই বুঝা যায় যে, তার মধ্যে মারমার কাটকাট ধরণের একটা ভাব আছে। তার এই ভাবের কারণেই হয়তো তাকে মডু বানানো হয়েছে। অথবা মডু হওয়ার পর তিনি এই ধরণের মারমার কাটকাট ছবি দিয়েছেন।