চোখ বন্ধ করলেও যে আলোর দিশা আমি পাই
তার নাম বিশ্বাস,
আলো-আঁধারির দোলাচালে যা আমাকে আন্দোলিত করে
নাম তার অনুভূতি।
জীবনের অকৃত্রিম ভাবাবেগে-সকলের হৃদয়হীন দৃষ্টি
দেখেছিল আমার সর্বনাশ!
আমার অতৃপ্ত চাহনি,ভালবাসাহীনতার কাতরতা
যখন ক্রমে সঞ্চারিত করেছিল দীর্ঘশ্বাস,
তখনই আমার অন্তর্নিহিত অনুভূতি,বিশ্বাস দিয়েছিল
মহাকালের স্রোতে টিকে থাকার আশ্বাস।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১০