যাপিত জীবন
এখন বড় দুঃসময়
জোনাকিরা নিভে গেছে।
আলোক পিয়াসু চিত্ত অন্ধকারে হাতড়ে ফিরে,
জীবনের মানে রয়ে যায় আরও গহীন গভীরে।
বড়ই দুঃসময় আজ
সহনীয় আলো নেই,বুকভরা বাতাস নেই,
উপকারী বৃষ্টি নেই,
কোথাও ভালবাসা নেই,
মানুষগুলি নিরুপায়,মানবিকতা দিশেহারা
তবু টিকে থাকার অভ্যাসে বেচে যায় মানুষেরা।
সুসময় আজ বিস্মৃতপ্রায়!
রমনী ধর্ষিত হয় কদর্য পুরুষে,
ধান্দাবাজের ধান্দা চলে,
রাজনীতিবিদের প্রতিশ্রুতি বাড়ে,
তবু বিচারকার্য স্থিমিত হয় কদিন বাদে।
সংসারে শান্তি... বাকিটুকু পড়ুন