তোর চোখের দিকে চাইতে পারি না,
তথা লুকিয়ে রাখা সাংকেতিক ভাষা
ছন্দহীনতার অবৈধ বিষবাষ্প-
বাড়িয়ে তোলে আমার অনির্ণেয় রুদ্ধশ্বাস।
তোর অস্পষ্ট উঁকিঝুঁকি,অসঙ্গায়িত চাহনি
কিংবা রহস্যপূর্ণ ইশারা!
উদ্দীপিত করে কিছু হতবুদ্ধিকর চিন্তামালা।
অথচ আমার অনবিজ্ঞ বুদ্ধিমত্তা,
আনাড়ি মানসিক দক্ষতা-
কল্পনাবিলাসেই তার সীমাবদ্ধতা!!
তোর পরিশ্রান্ত মৌনতা
আমাকে আরও দিশেহারা করে।
বাস্তবতায় বিশ্বাসী আমি
অনুমানকে ভ্রান্ত বলেই ধরে নেই।
যাহা শুধু বুঝতে পারি
তাহাও মেনে নিতে পারি না
স্পষ্ট ইংগিতের অভাবে
সম্ভাব্যতার দোলাচালে জর্জরিত আমি।
অলীক বোধশক্তির ভ্রান্তিবিলাসে
বুঝেও-বুঝে উঠা হয় না আমার।
অতঃপর ক্রমশ জ্যাম হয়ে থাকা মস্তিষ্কে
ঘনীভূত হতে থাকা ততোধিক চিন্তন।
ভাবনার গণ্ডি বাস্তবতার নিরীখে বেমানান
থেকে যায় শুধু বিবেকের অহেতুক আত্মকথন।