অদ্ভুত উদাসীনতায় নিষ্কর্মা সময়-
অকারণে নিভে যায় আশার বেসাতি।
এ মন তবু আশা করে ফেরি
নিয়তির আদ্যিখেতা নাহি মানি।।
চাওয়া-পাওয়ার যান্ত্রিক ত্রুটি,
বেহিসেবি সময়ের গতি,
ঝাপসা করে দেয় দৃষ্টি-
সেশনজটে পড়ে যায় কল্পনা শক্তি।।
অবরোধ আরোপ হয় চিন্তাচেতনায়
হরতাল আহ্বান করে অবহেলিত ভাবনা।
সিস্টেমের তোড়ে চলে আসা অযাচিত অনুগ্রহ-
ভাল-মন্দের হিসেব নিকেশে গোলমেলে ঠেকে।
এ মন তবু কিছু আশা করে ঘুরেফিরে
নিয়তির আদ্যিখেতা নাহি মানে।।
ক্রমে ইচ্ছাশক্তিরা প্রমাদ গুণে
নির্জীবতায় প্রাণ খুজে-
কপালের লিখনে আশ্রয় কিনে,
বিলীন হয়ে যায় মহাকালের টানে।
এর মাঝে যা টিকে যায় তাই আমি
সরল-সহজ অনুচ্চ দিনলিপি।।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৯