বেশ সুখে আছো।
শব্দ শ্রাব আর নীল ভোমরা নিয়ে। ফিনকির রক্তে খাও
হুইস্কি দেদার, মাংস প্লেটে জঁপো ফ্রয়েড এক অলঙ্ঘ্য ঈশ্বর
শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে দারুণ জেঁকে বসে আছো হে পুঁজিবাদী
হাঁস-তোমার চোয়ালে শরতের শিউলি দেব গুঁজে সব
-তোমার-ই ভালোবাসা, মৃগনাভী যত আশা
-তোমার যাবতীয় তুমি-আমি মার্কা লেখা
-তোমার ছাইপাশে ভরা উইপোকাদের ঢিবি
-তোমার ন্যাকামোপনার আবর্জনা ও তার ছবি
আর লিখো না তুমি।
আর বলো না তুমি।
পারলে মানুষের কথা বলো-
পারলে মানুষকে নিয়ে ভেবো-
না পারলে হাতে ধরি, পায়ে পরি-কবি নিয়ে করোনা ছিনিমিনি
সুখে থাকো তুমি-
বেঁচে থাকো হুইস্কি-
শব্দ-শ্রাবী বা নপুংসক জারজ শব্দের একমাত্র অথর্ব এই জননী।