দেহ
এক দেহ তৈরিতে বিধির লাগে কিছুক্ষণ
তবু সে দেহ মাঝে রহস্য জীবনে সর্বক্ষণ
বয়ে গেল লোভে, পাপে, বিবাগী মনস্তাপে
দেহ তুমি দেহ মাঝে লীন হতে এসেছিলে পৃথিবীতে?
উইকএণ্ডের রাত
রাত গভীর হয়। ঘুম দেখে তারা
বসে থাকে চোখ। কে দেবে সাড়া?
অক্ষর যারা-অভিমানে এক বুক ভরা
তামাক শলাকা খায় জ্বলে জ্বলে ওরা
আলোর সকাল নামায় এই বেচারা!
অর্থহীন দ্বিরুক্তি
মানুষ প্রেমে, দুক্ষে, ক্ষোভে, সুখে
অনেক কিছুই নিয়ে বেঁচে থাকে
জীবন-জনমে কখনো কি জানে
বাঁচবার কোন আছে মানে?
লিমেরিকের অপচেষ্টা
কে তোমরা ভেতরে আমার? পাখি, ফুল না সন্নাসী
শস্য ক্ষেত, নদী, কোজাগরী চাঁদ বা উচ্ছল তরুনী?
জানোনা তুচ্ছ জন-
দূরে আছে বন-
বলতেই কবিতা হতে চায়। হায়! নিস্ফল আমি পারি নি......
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৫৯